গ বিভাগ—উপন্যাস
স্তবক-১: হঠাৎ শুনি গর্জে ওঠে/বন্দুক এবং বোমা
মা'কে ডেকে বলল ছেলে/কাঁপছে আকাশ ও মা।
দেখলেন মা জানালা দিয়ে/সারা শহর ঢাকা
জ্বলছে এবং পুড়ছে শুধু/রাস্তাগুলো ফাঁকা।
স্তবক-২: মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি,
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।
সাভারের রানা প্লাজার ভবন ধসে পড়ে কর্মরত দম্পতি সেলিনা ও রিপন নিহত হয়। কিন্তু বেঁচে যায় বাসায় থাকা সাত বছরের ছেলে রামীম। পিতা-মাতা হারা ছেলেটিকে বুকে টেনে নেয় বাড়ির মালিক কাদের খানের স্ত্রী মর্জিনা। নিজের ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কাদের খান রাজি না হলেও মর্জিনা রামীমকে নিজের সন্তানের মতো স্কুলে দিয়ে লেখা-পড়ার ব্যবস্থা করেন।