গ বিভাগ—উপন্যাস
অংশ-১:
"প্লাবনের চেয়ে মারিভয় চেয়ে শতগুণ ভয়াবহ,
নরঘাতীদের লেলিয়ে দিয়েছে ইয়াহিয়া অহরহ।
প্রতিদিন এরা নরহত্যার যে-কাহিনি এঁকে যায়,
তৈমুর লং নাদির যা দেখে শিহরিত লজ্জায়।"
অংশ-২:
"একটি ছেলে পাগল, ছেলে পাড়ায় পাড়ায় ঘুরত,
চোখ দুটি তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত।
সবাই তাকে বাসতো ভালো সবার ছিল মিত্র,
মুখ জুড়ে তার আঁকা ছিল স্বপ্নের মানচিত্র।
সেই ছেলেটি ভেবেছিল, দিন যেভাবেই যাক না,
একদিন ঠিক পেয়ে যাবে পাখির মতো পাখনা।"
মেঘলা নদীতে ট্রলার ডুবে মারা যায় আসিফের মা-বাবা। ঘটনাক্রমে বাড়িতে থাকায় বেঁচে যায় আসিফ ও তার ছোট ভাই আবির। অসহায় আসিফ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মোটর গ্যারেজে কাজ নেয়। ঘটনা শুনে গ্যারেজের মালিকের স্ত্রী তাদেরকে বাড়িতে ডেকে নেয়। তাদের আর গ্যারেজে কাজ করতে হয়নি। মালিক ও তাঁর স্ত্রীর স্নোহাদরে তারা দুজনেই এখন লেখাপড়া শিখছে।