or
Don't have an account? Register
ক বিভাগ (ব্যাকরণ)
.
'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত
মধ্যাহ্ন
জিহ্বা
দেখা
ধন্যবাদ
জয়ধ্বনি
স্মৃতি
এক
বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বানানের যে কোনো পাঁচটি নিয়ম লেখ।
যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:
শান্তনা
নুন্যতম
আকাংখা
সমিচিন
দারিদ্রতা
স্বরস্বতি
মুমুর্ষু
পূর্বাহ্ন
উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর।
নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য চিহ্নিত কর:
বিষয়ের গভীরতা উপলব্ধি করা বাঞ্ছনীয়। তা না হলে মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করা অবান্তর মনে হয়। আমরা জানি, যে কোনো দক্ষতা একজন ব্যক্তির বিশেষ গুণ। কিন্তু সেরূপ কিছু অর্জনের জন্য সভা-সমিতির সদস্য হওয়া জবুরি নয়। অজস্র লোকই এ-কথা বুঝতে অক্ষম।
উপসর্গের সংজ্ঞা দাও। বিদেশি উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন কর।
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ (যে কোনো পাঁচটি):
আমরণ
হরতাল
স্মৃতিসৌধ
পকেটমার
দেশান্তর
প্রভাত
অনৈক্য
রাজপথ
বাক্য বলতে কী বোঝ? অর্থগতভাবে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):
ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। (যৌগিক)
তুমিই কাজটি করতে পারতে। (প্রশ্নবোধক)
যিনি বিদ্বান তিনি সৎ লোক। (সরল)
সে কাল আসবে, তারপর আমি যাব। (জটিল)
হৈম কোনো কথা কহিল না। (অস্তিবাচক)
নদীটি অনেক সুন্দর। (বিস্ময়সূচক)
সময় নষ্ট করা উচিত নয়। (অনুজ্ঞাসূচক)
সৎ লোকের ভয় নেই। (জটিল)
যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
তোমার কথা প্রমাণ হয় নি।
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ কর।
প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড়।
শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না।
করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
অন্ন নষ্ট করে কী লাভ?
বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী দাও।
অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
ইদানীংকালে রাত জেগে অনেক শিক্ষার্থীরাই নিজেদেরকে ফেসবুকে আসক্ত করে ফেলেছে। ভয়ানক মেধাবীরাও এই অভিশাপ থেকে মুক্ত নয়। লেখাপড়ায় মনোযোগি হতে না পেরে পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জিত হচ্ছে না।
বেদের দল একদিন অন্ধকার রাতে কোথায় পালিয়ে যায়?
সাগর-দুলির প্রেমের শাশ্বত রূপই যেন “মহুয়া” রচনার মূল উপজীব্য- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু'পাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগলে ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!