Academy

উদাহরণসহ বাংলা 'এ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

'এ' ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম :

১. তৎসম শব্দের এ-এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। উদাহরণ বেদনা বেদোনা, দেবতা দেবোতা ইত্যাদি। 

২. আদ্য 'এ' এর পর 'অ' বা 'আ' থাকলে সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' এর মতো হয়। যেমন এক অ্যাক, তেমন ত্যামোন ইত্যাদি। 

৩. এ-কারযুক্ত ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যুক্ত হলে সেই 'এ' এর উচ্চারণ 'অ্যা' রূপে হয়ে থাকে। যেমন: খেলা খ্যালা, বেলা ব্যালা। 

৪. শব্দের শেষের 'এ' এর উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে। যেমন পথে, ঘাটে, হাটে ইত্যাদি। 

৫. একাক্ষর সর্বনাম পদের 'এ' সাধারণত অবিকৃত এ-রূপে উচ্চারিত হয়। যেমন: কে, সে, রে, যে ইত্যাদি।

4 months ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion