আল-কুরআন

একাদশ- দ্বাদশ শ্রেণি - ইসলাম শিক্ষা - ইসলাম শিক্ষা- ২য় পত্র | | NCTB BOOK
15
15
Please, contribute by adding content to আল-কুরআন.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মিজান তার এলাকার অন্যান্য মুসলমান ভাইদের সাথে চলাফেরা করে, সবসময় পায়জামা-পাঞ্জাবি, টুপি পরিধান করে। কিন্তু মসজিদে ক আজান দিলে অন্যান্যরা যখন মসজিদের দিকে যায়, সে তখন পাশ কাটিয়ে কাজের বাহানা দেখিয়ে চলে যায়। আবার কেউ তার কাছে কিছু জমা রাখলে তা খোয়া গেছে বলে বেড়ায়। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মুশফিক একজন বড় মাপের নেতা। সে ইলেকশনের সময় জনসভায় জনগণকে অনেক আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করে। বাড়িতে এলে তার স্ত্রী বলল, তুমি কি এত ওয়াদা পালন করতে পারবে? মুশফিক বলল, আমি তো তাদেরকে বোকা বানিয়েছি। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

অসৎ উপায়ে সম্পদশালী হওয়ার একাধিক সহজ উপায় পেয়েও আল্লাহর ভয়ে ও পরকালীন নিরাপত্তার কথা ভেবে আলিম তার বাড়ির সামনের ছোট জায়গাটিতে মুদির দোকান করেই সন্তুষ্ট। এতে তার তেমন একটা আয় না হলেও তা থেকেই মানুষের কল্যাণের জন্য ব্যয় করার যথাসাধ্য চেষ্টা করে।

Promotion