ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB)- Islamic Development Bank

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
  • IDB-এর পূর্ণরূপ - Islamic Development Bank |
  • IDB যে সংস্থার একটি বিশেষায়িত ইনস্টিটিউট OIC ।
  • ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর ১৯৭৫ ।
  • বর্তমানে IDB-এর সদস্য সংখ্যা ৫৭।
  • IDB-এর ৫৭তম সদস্য দেশ গায়ানা (১৮ মে ২০১৬)।
  •  IDB-এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব।
  • আইডিবির সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া।
  •  IDB-এর বর্তমান সভাপতি বন্দর আল হাজার (সৌদি আরব)। 
  • বাংলাদেশে IDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
Content added By
Promotion