এশিয়া মহাদেশের বিখ্যাত স্থান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
  • কান্ডি মধ্য শ্রীলংকার একটি প্রাচীন শহর। বৌদ্ধ মন্দিরের জন্য প্রসিদ্ধ। এই মন্দিরে বৌদ্ধের দাত সংরক্ষিত আছে। প্রাচীনকালে শ্রীলংকার রাজধানী অনুরাধাপুর।
  • ভিক্টোরিয়া হংকং এর রাজধানী। এটি পৃথিবীর একটি অন্যতম বৃহৎ বন্দর এবং এটি বস্ত্র ও জাহাজ নিমার্ণ শিল্পের জন্য বিখ্যাত।
  • আবাদান ইরানের একটি তেল সমৃদ্ধ শহর। পৃথিবীর বৃহত্তম খনিজ তেলের শোধনাগার এখানে অবস্থিত।
  • আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত মুসলমাদের পবিত্র মসজিদ। ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেম দখল করার পর এই মসজিদটি নিজেদের দখলে নিয়ে নেয়। ইসরাইলীদের ষড়যন্ত্রে ১৯৬৭ সালে মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়া হয় । এর ফলে মুসলিম বিশ্ব বিক্ষোভ ফেটে পড়ে এবং ওআইসি গঠনে উদ্ধুদ্ধ হয়।
  • আরাফাত সৌদি আরবে মক্কা নগরীর নিকট অবস্থিত একটি বিখ্যাত প্রান্তর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) আরাফাত প্রান্তরে দাড়িয়ে তার বিখ্যাত ঐতিহাসিক বিদায় ভাষণ দেন ।
  • কারবালা ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত স্থান। এখানে দামেস্কের অধিপতি এজিদের সাথে ধর্ম যুদ্ধে হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ও হযরত আলী (রাঃ) এর কনিষ্ঠ পুত্র ইমাম হোসেন (রাঃ) মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন।
  • বেথেলহেম জেরুজালেমের নিকটে অবস্থিত। এখানে একটি গোয়াল ঘরে কুমারী মাতার ঔরসে ১ খ্রিষ্ঠাব্দ খ্রীস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট জন্মগ্রহন করেন। ইসলাম ধর্মে ঈশা (আ:) নামে পরিচিত।
  • গোলান মালভূমি সিরিয়া-ইসরাইল সীমান্তে উচ্চ মালভূমি। ১৯৬৭ সালের ৩য় আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়া এই মালভূমিটি ইসরাইলের নিকট হারায়।
  • সিনাই মিশরের একটি বিখ্যাত মরু অঞ্চল। লোহিত সাগরের উত্তরে অবস্থিত। এলাকাটি ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল দখল করেছিল। পরে শান্তিচুক্তি অনুযায়ী মিশর এটি ফেরত পায়।
  • মোহেনজোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এখানে প্রাচীন সিন্ধু সভ্যতার প্রাত্নতাত্ত্বিক নিদর্শন ও সভ্যতার অনেক কীর্তি ও রহস্য পাওয়া গেছে।
  • হরপ্পা পাকিস্তানের সিন্ধু প্রদেশের মন্টোগোমারি জেলায় অবস্থিত। এখানে প্রাপ্ত সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।
  • তক্ষশিলা পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটে অবস্থিত বৌদ্ধ সভ্যতার অন্যতম বিখ্যাত স্থান। এখানে বৌদ্ধ যুগের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় রয়েছে।
  • গাজা ইসরাইল অধিকৃত একটি ফিলিস্তিনী উপত্যকা। ১৯৬৭ সালে ইসরাইল এটা দখল করে। বর্তমানে এলাকাটি ফিলিস্তিন- ইসরাইল শান্তি চুক্তির অধীনে ফিলিস্তিনে স্বশাসন কর্তৃপক্ষের কাছে অর্পন করা হয়েছে।
  • জেরিকে জর্ডান নদীর পশ্চিম তীরের শহর। শহরটির আয়তন আশে পাশের এলাকাসহ প্রায় ৬০ বর্গ কি.মি। এই শহর পর্যটন শিল্পের জন্য খুব বিখ্যাত। সম্প্রতি ইসরাইল অধিকৃত এই শহরটিকে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ করেনি।
  • পানমুনজাম গ্রাম দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী একটি বেসামরিক এলাকা। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের পর থেকে এই বেসামরিক এলাকাটি গঠন করা হয়।
  • সিয়াচেন হিমবাহ সিয়াচন হিমাবাহ অঞ্চল পাকিস্তান ও ভরতের নিকট একটি সামরিক কৌশলগত গুরত্বপূর্ণ এলাকা। এটি কারাকোরাম পর্বতের ৫২৪২ মিটার উঁচুতে অবস্থিত। এই হিমবাহ এলাকা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র বিরোধ রয়েছে।
  • শাখালিন জাপান সাগরে অবস্থিত। এখানে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে। অযোধ্যা ভরতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ ১৭৩ কি.মি. পূর্বে অবস্থিত। হিন্দু দেবতা রামচন্দ্র এর জন্মস্থান বলে হিন্দুদের বিশ্বাস। এখানে বাবরী মসজিদ রয়েছে। বাবরী মসজিদ ৬ ডিসেম্বর ১৯৯২ সালে ধ্বংস করে একটি উগ্র হিন্দু জঙ্গী গোষ্ঠী।
  • কুরীল দ্বীপপুঞ্জ জাপান সাগরে অবস্থিত। দ্বিতীয় মহাযুদ্ধে এগুলো রাশিয়া জাপানের কাছ থেকে দখল করে।
  • গ্রেট হল চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত। চীনের গুরত্বপূর্ণ অলোচনা সভা এখানে অনুষ্ঠিত হয়।
  • ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে খ্রিষ্টপূর্ব ৬০৩ সালে ইউফ্রেটিস নদীর তীরে নির্মিত হয়েছিল। বর্তমানে পৃথিবীর সপ্তাশ্চার্যের একটি। এটি করেন ক্যালডীয় রাজা নেবুচাঁদ নেজার।
  • সোয়াত উপত্যকা সোয়াত উপত্যকা পাকিস্তানে অবস্থিত। যেখানে মালাল ইউসুফ জাই জন্মগ্রহণ করে।

Content added By
Promotion