কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - যুক্তিবিদ্যা - যুক্তিবিদ্যা ২য় পত্র | | NCTB BOOK
10
10
Please, contribute by adding content to কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

'ক' সরকারি কলেজের ছাত্ররা একদিন তাদের জন্য পরিবেশন করা খাবার খেয়ে অধিকাংশ ছাত্রই পেটের পীড়ায় আক্রান্ত হয়। কলেজ কর্তৃপক্ষ সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করে এবং ছাত্রদের আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধান করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা অনুসন্ধান চালিয়ে দেখেন ঐ দিন ছাত্ররা বিভিন্ন প্রকোপের খাবার খেয়েছে, তবে তারা সকলে বিশেষ এক প্রকার মাছ খেয়েছে এবং ঐ মাছে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ মিশ্রিত আছে, যা মানুষের পেটের পীড়া তৈরি করে। এরপর তদন্ত কমিটির সদস্যরা ঐ 'মাছ খাওয়াই পেটের পীড়ার কারণ' বলে সিদ্ধান্ত নেয়।

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

নাবিলার এক আত্মীয় হঠাৎ করে মারা গেলে সে ভাবলো এ মৃত্যু বিনাকারণে ঘটতে পারে না। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেল যে, তার ঐ আত্মীয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

দৃশ্যপট-১ : তুতুল অতি গরমে ফ্যানের রেগুলেটার বাড়িয়ে তিন (৩) এ দিল। ফলে ফ্যানটির গতি বাড়লো। তার বোন মিতুল আরও গরম সহ্য করতে পারে না। তাই সে রেগুলেটার পাঁচ (৫) এ দিল। তখন ফ্যানের গতি আরও বাড়লো।

দৃশ্যপট-২; মেলোডি হোস্টেলে থাকে। খাবার রাখার জন্য তার একটি টিফিন ক্যারিয়ার আছে। তার বাবা ১ কেজি চিড়া আনলো। চিড়াসহ তার ক্যারিয়ারের ওজন হলো ৩ কেজি। কবিতা বললো, "শুধু তোর ক্যারিয়ারের ওজন কত কেজি?" মেলোডি উত্তরে বললো, "২ কেজি।"

পরিশেষ পদ্ধতি
সহপরিবর্তন পদ্ধতি
ব্যতিরেকী পদ্ধতি
অন্বয়ী পদ্ধতি
Promotion