কুমিল্লা জেলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
  • কমিল্লার জেলার পূর্ব নাম- ত্রিপুরা।
  • এই গোমতি নদীর তীরে অবস্থিত একে কুমিল্লার দুঃখ বলা হয়।
  • গোমতি বাংলাদেশের একমাত্র নদী যেখানে জোয়ার ভাটা হয় না। তাই একে কুমিল্লার দুঃখ বলা হয়।
  • কমনওয়েলথ সমাধি (War Cemetery) ১টি কুমিল্লায় অন্যটি চট্টগ্রামে।
  • ময়নামতি কমিল্লা জেলায় অবস্থিত। ময়নামতি বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক নিদর্শন (স্থান)।
  • রাজা মানিক চন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে এ স্থানের নামকরণ করা হয় ময়নামতি।
  • মধ্যযুগে বৌদ্ধ শাসনামলে ময়নামতি বাংলার রাজধানী ছিল।
  • শালবন বিহার ৮ম শতকের শেষ দিকে দেবরাজা ভবদেব এটি নির্মাণ করেন।
  • ভোজবিহার কুমিল্লার কোটবাড়ি। ধর্মসাগর দীঘি স্থল বন্দর কুমির।
  • কুটিলা/ কৌটিলা মুড়া, বাখরাবাদ গ্যাসক্ষেত্র কমিল্লায় ।
  • বাংলাদেশের মিলিটারী একাডেমির সদর দপ্তর প্রথমে ছিল কুমিল্লায়।
  • BARD (1959) অবস্থিত এর প্রতিষ্ঠাতা আখাতার হামিদ খান।
  • দেশের প্রথম শতভাগ স্যানিটেশন আওতাভূক্ত জেলা-কুমিল্লা
  • বিখ্যাত ব্যক্তিত্ব- নারী জাগরণের অন্যতম অগ্রণী নেত্রী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বুদ্ধদেব বসু, খন্দকার মোশতাক আহমেদ।
Content added By

আরও দেখুন...

Promotion

Promotion