চীনের বিখ্যাত ব্যাক্তিবর্গ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
Please, contribute by adding content to চীনের বিখ্যাত ব্যাক্তিবর্গ.
Content

দালাইলামা

  • দালাইলামাকে বলা হয় এশিয়ার নেলসন ম্যান্ডেলা'।
  • দালাইলামা হলেন তিব্বতের বৌদ্ধ ধর্মীয় নেতা।
  • দালাইলামা শব্দের অর্থ মহাসাগর।
  • দালাইলামা ১৯৫৯ সালে ভারতে পালিয়ে যায়।
  • ১৯৬৯ সালে তিনি চীনের আগ্রাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
Content added By

ড. সান ইয়াৎ সেন

  • তিনি চীনের প্রথম প্রেসিডেন্ট (১৯১১-১২)।
  • চীনা বিপ্লবের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব।
  • ড. সান ইয়াৎ সেন চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ।
  • কুওমিনটাং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা।
Content added By

মাও সেতুং

  • গণ চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা- মাও সেতুং।
  • চীনে 'কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয়- ১৯৪৯ সালে।
  • চীনের 'কমিউনিস্ট বিপ্লব'-এর নেতৃত্ব দেন- মাও সে তুং
  • বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম- চীনা কমিউনিস্ট পার্টি।
  • মাও সে তুং এর নেতৃত্বে 'সাংস্কৃতিক বিপ্লব' (১৯৬৬) সালে হয়।
Content added By

দেং জিয়া পিং

  • মাও সে তুং এর মৃত্যুর পর দেং জিয়া পিং চীনের শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হন।
  • তিনি তিয়েন আনমেন স্কয়ারের আন্দোলন দমন করেন।
  • স্নায়ুযুদ্ধের পর বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতন ঘটলেও তিনি চীনকে রক্ষা করেন।
  • দেং জিয়া পিং এর নেতৃত্বে চীনে হংকং ও ম্যাকাও-এর সংযুক্তি, 'এক দেশ দুই নীতি' প্রবর্তন হয়।
  • তিনি পুঁজিবাদী অর্থনীতি গ্রহণে সম্মত হন ।
Content added By

চিয়াং কাইশেক

  • চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক ।
  • ১৯৪৩-১৯৪৯ পর্যন্ত তিনি চীনের President ছিলেন।
  • ১৯৪৯ সালে মাও সেতুং এর কমিউনিস্ট সরকারের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তাইওয়ানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেন।
Content added By
Promotion