নেপোলিয়ন বোনপার্ট

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
  • নেপোলিয়ন বোনাপার্টের জন্ম- ভূমধ্যসাগরে ফ্রান্সের কর্সিকা দ্বীপে।
  • ১৭৯৯ সালে ফ্রান্সের প্রথম কনসাল (First Consul) হয়।
  • ১৮০৪ সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।
  • ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে বৃটেনের নিকট পরাজিত হন।
  • সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

নেপোলিয়নের উল্লেখযোগ্য যুদ্ধ :

  • ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫)
  • লিপজিগের যুদ্ধ (১৮১৩)
  • ওয়াটার লু'র যুদ্ধ (১৮১৫)

বিখ্যাত উক্তি

  • Impossible is a word which is found in a fool's dictionary.
  • Give me a good mother, I will give you good nation.
Content added By
Promotion