প্রথম কিছু তথ্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
  • দেশের প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল- রাজশাহী ইউনিভার্সিটিতে।
  • দেশের প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর- তামাবিল, সিলেট
  • দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা। দেশের প্রথম ল্যাপটপ কারখানা- গাজীপুরের চন্দ্রায়।
  • দেশের প্রথম ই-বুক- একুশে ই-বুক।
  • দেশের প্রথম পানি যাদুঘর - পটুয়াখালীর কলাপাড়ায়।
  • দেশের প্রথম ডিজিটাল জেলা- যশোর।
  • দেশের প্রথম ওয়াইফাই নগরী- সিলেট ।
  • দেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইউনিট হচ্ছে- শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিষ্টিটিউট
  • প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেয়- মিতু আখতার।
  • দেশের প্রথম কম্পিউটার কারখানা- চন্দ্রা, গাজীপুর (চালু করে ওয়ালটন)।
  • প্রথম সৌরচালিত হেলিকপ্টার আবিষ্কার করেন- ড. হাসান শহীদ।
  • দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- রামু, কক্সবাজার।
  • দেশের প্রথম স্মার্ট ফোন কারখানা- চন্দ্রা, গাজীপুর।
  • দেশের প্রথম নৌ কনটেইনার টার্মিনাল- পানগাঁও, ঢাকা।
  • দেশে তৈরি প্রথম স্মার্ট ফোন এনেছে- ওয়ালটন (নাম- প্রিমো- ৮১)
  • শান্তিরক্ষী মিশনে বিমান বাহিনীর প্রথম দুই নারী- নাঈমা হক ও তামান্না-ই-লুৎফি।
  • দেশের প্রথম মেরিন যাদুঘর অবস্থিত- কুয়াকাটা, পটুয়াখালীতে।
  • দেশের প্রথম এলএনজি টার্মিনাল হচ্ছে- কক্সবাজারের মহেশখালীতে।
  • দেশে প্রথম গভীরতম সমুদ্রবন্দর হবে- মহেশখালী, কক্সবাজার।
  • দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্র হবে- আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায়।
  • বাংলাদেশের প্রথম নারী আইনজীবি- জেসমিন আরা বেগম
  • প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার পুরস্কার পান সাংবাদিক পনির হোসেন (রয়টার্সের ফটোগ্রাফার)।
Content added || updated By
Promotion