ব্যাংক শব্দটি এসেছে ব্যাংকো থেকে। ব্যাংক তিন প্রকারের চেক প্রদান করে থাকে । একটি বৈধ ঢেকের মেয়াদ থাকে ৬ মাস। ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদান করে থাকে লেনদেনের জন্য আন্তঃব্যাংকের সুদের হারকে বলা হয় কল মানি রেট ।
জেনে নিই
মুদ্রা | বিনিময়ের মাধ্যম |
---|---|
মুদ্রার প্রকারভেদ |
|
উপমহাদেশে প্রথম মুদ্রা আইন পাশ | ১৮৩৫ সাল |
উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় | ১৮৫৭ সাল (লর্ড ক্যানিং) |
বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় | ১৯৬১ সাল |
বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস | দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (১৯৮৯), গাজীপুর |
সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট | ১০ টাকার নোট |
বাংলাদেশে কাগজে ও ব্যাংক নোট যথাক্রমে | ৯টি ও ৭টি |
টাকা ছাপানোর বিশেষ কাগজ আমদানি করা হয় | সুইজারল্যান্ড থেকে |
৫০০ টাকার নোট ছাপা হয় | জার্মানিতে |
১,২,৩,৫ টাকার স্বাক্ষর থাকে | অর্থ সচিবের |
সবার জন্য শিক্ষা লেখা আছে | ২ টাকার মুদ্রায় |
বাংলাদেশে প্রথম নোট চালু হয় | ৪ মার্চ, ১৯৭২ (১ ও ১০০ টাকার নোট) |
বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় | ১৯৭৩ সাল |
মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য | রপ্তানি বৃদ্ধি করা |
বাংলাদেশে মুদ্রার ভাসমান বিনিময় চালু হয় | ১ জুন, ২০০৩ সালে |
জেনে নিই
রাষ্ট্রায়ত্ত /সরকারী বাণিজ্যিক নিয়মিত ব্যাংক সমূহ
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি
বিশেষায়িত ব্যাংক ৭টি (প্রথম ৩টি তফসিল ভুক্ত)
বিদেশী বাণিজ্যিক ব্যাংক ৯ টি
জেনে নিই
LDC থেকে উত্তরণের শর্ত- ৩টি; যথা-
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ- ১৯৭৩-১৯৭৮ সাল।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কাল- ২০২১-২০২৫ সাল।
Budget অর্থ Bag বা থলে । একটি নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত আর্থিক পরিকল্পনা। Oxford Dictionary অনুযায়ী বাজেট হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য আয় ও ব্যয় এর হিসাব। একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারের আয় ও ব্যয় এর যে পরিকল্পনা আইন পরিষদ কর্তৃক অনুমোদিত হয় তাই বাজেট । সর্বপ্রথম উত্থাপিত হয় ১৮৩৩ সালে ব্রিটিশ পার্লামেন্ট। সংবিধান অনুযায়ী বাজেট প্রণয়নের দায়িত্ব সরকারের প্রধান নির্বাহীর। Rules of Business অনুযায়ী Budge প্রণয়নের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের।
অর্থ বছরের বাজেটঃ ২০২২-২৩
Read more