Processing math: 100%

বাফার দ্রবণ

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন - রসায়ন- প্রথম পত্র | | NCTB BOOK
56

বাফার দ্রবণ বলতে কী বুঝ? এর শ্রেণিবিভাগ উল্লেখ কর। 

যে দ্রবণের সামান্য পরিমাণ সরল এসিড বা ক্ষারক যোগ করার পরেও দ্রবণের pH মান প্রায় অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। কোনো দ্রবণের pH পরিবর্তনের প্রতিরোধ করার ক্ষমতা সে দ্রবণের বাফার ক্ষমতা বলে এবং এক্ষেত্রে দ্রবণটি যে কৌশল অবলম্বন করে তা বাফার কৌশল বা বাফার ক্রিয়া বলে। এটি দুই ধরনের হয়।

১। অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ (Buffer solution of acidic nature): এটি একটি দুর্বল এসিড এবং ঐ এসিডের সবল ক্ষারের সময়ে লবণের নির্দিষ্ট অনুপাতে তৈরি করা। যেমন-

CH3​COOH+CH3​COONa ও H2​CO3​+NaHCO3​,HCN+NaCN

২। ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ (Buffer solution of alkaline nature): এটি কোনো দুর্বল ক্ষারক এবং এর সবল এসিডের সমন্বয়ে গঠিত লবণের নির্দিষ্ট অনুপাতে তৈরি হয়।

NH4​OH+NH4​Cl 

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

NaOH+CH3COOH
NH4OH+NH4Cl
NaOH+HCl 
NH4OH+CH3COONa
NH4Cl  এবং NH4OH
Na2SO4 এবং H&SO4
CH3COOH এবং CH3COONa
NaOH এবং NaCl
HCOOH+HCOONa
NaOH+NaCl
Aq.NH3+NaOH
Aq.NH3+NH4Cl
CH3COOH +CH3COONa
H2CO3 + NaHCO3
HCLO2 +CH3COOH
None of them
Promotion