রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | | NCTB BOOK

রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাই রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) নামে পরিচিতি। স্বাধীনতা পূর্ববর্তী কালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে Trade Promotion and Commercial Intelligence নামে যে বিভাগ ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তা রপ্তানি উন্নয়ন ব্যুরো নাম ধারণ করে। ১৯৭৭ সালে একে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠিত করা হয় । ব্যুরো দেশের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে শুরু থেকেই নানান কার্যক্রম পরিচালনা করে আসছে । এর প্রধান কার্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো;

  • বাংলাদেশের উৎপাদিত পণ্য দ্রব্যাদির আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও চাহিদা বৃদ্ধিকল্পে নিম্নোক্ত কার্যাবলি। সম্পাদন করা :
  1. বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ;
  2. বিদেশস্থ বাংলাদেশী দূতাবাসে রপ্তানিযোগ্য পণ্যের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন; 
  3. EU ভুক্ত দেশসমূহসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশী পণ্যের স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন;
  4. ঢাকায় প্রতি বছর আন্তর্জাতিক রপ্তানি মেলার আয়োজন ইত্যাদি ।
  • দেশীয় রপ্তানিকারকদের সাথে বিদেশী ক্রেতাদের বাণিজ্য চুক্তি সম্পাদনে সহায়তা দান; 
  • রপ্তানি বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ ও রপ্তানিকারকদের সরবরাহ করা;
  • আন্তর্জাতিক বাজার বিষয়ে গবেষণা ও জরিপ পরিচালনা করা;
  • উৎপাদক ও রপ্তানিকারকদেরকে উৎপাদন ও রপ্তানি বিষয়ক নানাবিধ পরামর্শ প্রদান করা;
  • রপ্তানিযোগ্য পণ্যের কাঁচামাল আমদানিতে সহায়তা করা; 
  • রপ্তানি বাণিজ্যে অর্থ সংগ্রহে উৎপাদক ও রপ্তানিকারকদের সহায়তা করা;
  • আমদানি ও রপ্তানি নীতি প্রণয়নে সরকারকে সহায়তা দেয়া; 
  • রপ্তানির ক্ষেত্রে শীর্ষ রপ্তানিকারকদের রপ্তানি ট্রফি প্রদান করা ইত্যাদি ।
Content added || updated By
Promotion