চীনের চাংচিয়াং নদীকে কেন্দ্র করে প্রায় ৫ হাজার বছর পূর্বে গড়ে উঠেছিল সানসিংতুন নগর সভ্যতা। নদীভাঙন, বন্যা প্রভৃতি কারণে প্রায় ৩ হাজার বছর পূর্বে এ সভ্যতাকে কিনশা এলাকায় স্থানান্তরিত করা হয় এবং সানসিংতুন হয়ে পড়ে জনশূন্য।
নাজমুল যমুনা নদীর তীরে বসবাস করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। প্রতি বৎসর সে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম হয়।
দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম:
১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক
২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু।
বিশ্ব অলিম্পিকে A দেশের দৌড়বিদ মি. 'ক' বিগত বছরের মতো এবারও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আশির দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল। এবার তার পাশাপাশি তার সহযোগীও সাফল্যের ধারা রক্ষা করেছে। গবেষণা ফলাফলে দেখা যায় যে, তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁসে অবস্থিত। এখানে রাখাইন ও মগ উপজাতি বাস করে। দক্ষিণাঞ্চলের জেলেরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
দরিদ্র কৃষক করিমের ঘর গোলপাতা দিয়ে তৈরি। কেননা তাদের এলাকায় গোলপাতার আধিক্য রয়েছে।
প্রতি অলিম্পিকেই দেখা যায় পূর্ব আফ্রিকার দেশগুলোর দৌড়বিদরা দূরপাল্লার দৌড়ে ভালো ফল করছে। দূরপাল্লার দৌড়ে এ অঞ্চলের লোকদের সাফল্যের অন্তরালে রয়েছে তাদের শারীরিক গঠন। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এ অঞ্চলের মানুষদের রক্তে লোহিত কণিকার পরিমাণ বেশি থাকে, ফলে তারা বেশি দম নিয়ে লম্বা দূরত্বের দৌড়ে বেশি সফল হয়।
তিব্বতের তুলুং উপজাতির উৎপাদন পদ্ধতি খুব একটা উন্নততর ছিল না। তারপরও মাটির উর্বরতার জন্যে তারা প্রচুর ফসল পেতো। অভাব তাদের প্রায় ছিল না বললেই চলে। এ জাতির বৈশিষ্ট্য হচ্ছে এরা অতিথিপরায়ণ, রাতে ঘুমের সময় দরজা বন্ধ করে না এবং পথে অন্যদের কিছু হারিয়ে গেলে তা কুড়িয়ে নেয় না।
চীনের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় চীনের রাজা ইয়াও তার ভবিষ্যৎ উত্তরাধিকার নির্বাচনের জন্যে সন্তানদের জন্মের পর থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি অন্দরমহলেও রাজকীয় নীতি অনুসরণ করতেন যাতে ছেলেরা এটি বুঝতে পারে। ছেলেদেরকে তিনি সাধারণদের স্কুলে পাঠাতেন ও সাধারণ ছেলেদের সাথে খেলতে পাঠাতেন যাতে তারা সাধারণদের সাথে মিশতে পারে।
রানা ও সুমন দুই বন্ধু। রানা গ্রামে এবং সুমন শহরে বাস করে। রানা পরিবারের সবার সাথে মিলেমিশে চলে এবং নিয়মিত খেলার মাঠে খেলতে যায়। মসজিদে নামাজে উপস্থিত থাকে। অন্যদিকে সুমন পড়াশোনার বাইরে অন্য কোনো কাজে সম্পৃক্ত হয় না।
আমবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতি বছর রমজানের ছুটিতে তাঁত, বেত ও মৃৎশিল্পের মেলা বসে। মেলায় নানা ধরনের বাহারি রঙের কাপড় ও মাটির বাসন-কোসনের দোকান বসে। এছাড়া বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দোকানও দেখা যায়।
Read more