দেশের বিভিন্ন এলাকায় কর আরোপসহ সীমিত ক্ষমতাদান করে যে স্থানীয় কর্তৃপক্ষ গঠন করা হয়, তাকে স্থানীয় সরকার বলে। বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামো তিন স্তর বিশিষ্ট। এছাড়াও শহরগুলোতে পৌরসভা, বড় শহরে সিটি কর্পোরেশন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় ৩টি (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি) স্থানীয় জেলা পরিষদ রয়েছে। স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়- ১৯৭৬ সালে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন | পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন | |
---|---|---|
গ্রামভিত্তিক স্থানীয় সরকার | শহর ভিত্তিক স্থানীয় সরকার | পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ |
জেলা পরিষদ | সিটি কর্পোরেশন | বান্দরবান পার্বত্য জেলা পরিষদ |
উপজেলা পরিষদ | পৌরসভা | রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ |
ইউনিয়ন পরিষদ | - | খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ |
|
|
|