ভোর রাত থেকে বৃষ্টি । আহা ! বৃষ্টির ঝমঝম বোল । এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন । কারণ শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন দিন । এটা জেনারেল স্টেটমেন্ট । স্পেসিফিক ক্ল্যাসিফিকেশনও আছে । যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, তিনদিন মেঘের গুরু গুরু । তারপর, বুধের সকালে নামল জল, বিকালে মেঘ কয় এবার চল । বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই ।