তারপর উভয়ে ঊধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটি দিক্ েসে রাতে তপুর মা এস গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে। রেণুর এসছিলো, পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুয় ফোয়ারা নেমেছিল তার। কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে।একটা কথাও আমাদের সাথে বলেননি রেণু। রাহাত শুধু আমার কানে দেখে তো, পাশাপাশি ছিলাম আমরা। অথচ আমাদের কিছু অবাক কান্ড দেখ তো, পাশাপাশি ছিলাম আমরা। অথচ আমাদের কিছু হলো না, গুরি লাগলো কিনা তপুর কপালে । কী অবাক কান্ড দেখ তো।