45 ডিগ্রি।
ভূচুম্বক ক্ষেত্রের বিনতি কোণ হল ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মধ্যবর্তী কোণ।
যদি ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান হয়, তাহলে বিনতি কোণ হবে 45 ডিগ্রি।
কারণ:
tan(θ) = Bv / Bu
যেখানে:
এই ক্ষেত্রে, Bv = Bu
সুতরাং,
tan(θ) = Bu / Bu
tan(θ) = 1
θ = arctan(1)
θ = 45°
অতএব, উত্তর হল 45 ডিগ্রি।