বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না (The ethnic minority of Bangladesh who do not live in Sylhet is ) -

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
  • শিলাহাট থেকে সিলেট এর উৎপত্তি। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
  • পূর্বনাম- শ্রীহট্ট/জালালাবাদ । ৩৬০ আউলিয়ার শহর বলা হয়- সিলেটকে।
  • ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম (বাংলাদেশে) চা চাষ শুরু হয়।
  • বাংলাদেশের প্রথম সাইবার সিটি-সিলেট। বাংলাদেশের শীতলতম জেলা বলা হয়- সিলেটকে।
  • বাংলাদেশে প্রথম স্পেশাল অর্থনৈতিক জোন স্থাপিত হচ্ছে- সিলেটে।
  • কুলন্ত রেলওয়ে কোম্পানীগঞ্জ, সিলেট।
  • বাংলাদেশে ১ম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়- ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
  • ১ম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র-হরিপুর, সিলেট। কৈলাশটিলা ও বিয়নীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে।
  • ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর সিলেটের হরিপুরে তেল পাওয়া যায়।
  • ১৯৮৭ সালের জানুয়ারি মাসে ১ম তেল উত্তোলন শুরু হয়। ১৯৯৪ সালে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়।।
  • সিলেট এলাকা মুক্তিযুদ্ধের সময় ৫নং সেক্টরের অধীনে ছিল।
  • হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কার করে BAPEX ।
  • সিলেটের স্থলবন্দর শুল্ক স্টেশন- ৪টি (তামাবিল, ভোলাগঞ্জ, শেওলা, জকিগঞ্জ)।
  • জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত সিলেটে। ছাগল প্রজনন কেন্দ্র- টিলাগড়, সিলেট।
  • দেশের প্রথম শুটিং একাডেমি নির্মিত হচ্ছে- সিলেটে।
  • সিলেটের জকিগঞ্জ থানার মধ্যে দিয়ে সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
  • মনে করা হয় আধুনিক সিলেটই হরিকেল জনপদ।
  • কাঁচ বালির সর্বাধুনিক মজুদ আছে সিলেটে। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে।
  • সিলেটে ওসমানি স্মৃতি জাদুঘর ও ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে।
  • মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি ওসমানির জন্ম- সিলেটে।
  • মুক্তিযোদ্ধা কাঁকন বিবির বাড়ি সিলেটে। বিখ্যাত মনিপুরী নাচ- সিলেটের।
Content added By
Promotion