সার্ক কোন সালকে দারিদ্র বিমোচন বর্ষ' হিসেবে পালন করেছে?
SAARC- South Asian Association for Regional Co-operation (সার্ক) হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। ১৯৮০ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ গড়ার প্রস্তাব করেন। বাংলাদেশের এ প্রস্তাব গ্রহণ করে ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগণ। কলোম্বোতে মিলিত হয়। পরিশেষে, ১৯৮৩ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।
প্রধান উদ্দেশ্য- ৫টি
সার্কের সদস্য দেশ- ৮টি
জেনে নিই
সার্কের বিভিন্ন সংস্থা
সার্কের সংস্থা | অবস্থান |
---|---|
আবহাওয়া কেন্দ্র বিশ্ববিদ্যালয় | ঢাকা, বাংলাদেশ |
বিশ্ববিদ্যালয় | নয়াদিল্লি, ভারত |
ডকুমেন্টেশন | |
সাংস্কৃতিক কেন্দ্র | শ্রীলংকায় |
সার্ক কৃষি বিষয়ক কেন্দ্র | ঢাকা, বাংলাদেশ |
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র | গুজরাট, ভারত |
মানব উন্নয়ন কেন্দ্র | ইসলামাবাদ, পাকিস্তান |
সার্ক তথ্য কেন্দ্র | নেপালে |