সামির উদ্দিন তার বাবার পরামর্শে অনলাইনে বুটিক ব্যবসায় শুরু করেন। এ ব্যবসায়টি তিনি একাই প্রতিষ্ঠিত করেন এবং প্রয়োজনীয় মূলধন একাই সরবরাহ করেন। এর দরুন তার ব্যবসায় হতে প্রাপ্ত সকল মুনাফা তিনি একাই ভোগ করেন। এ ব্যবসায়টি গঠন করতে তার কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি।
সামির উদ্দিন ব্যবসায়টি গঠন করতে কোনো ঝামেলা পোহাননি। কারণ-
i. এটি গঠনে কোনো আইনগত জটিলতা নেই
ii. যেকোনো স্থানে গঠন করা যায়
iii. যেকোনো পরিমাণ মূলধন নিয়ে গঠন করা যায়
নিচের কোনটি সঠিক?