রানা ‘XYZ’কোম্পানির ২,০০,০০০ শেয়ার ক্রয় করেছেন। ‘XYZ’কোম্পানি পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারনে অধিকতর মূলধনের জন্য নতুন শেয়ার ইস্যু করতে চাচ্ছে। কিন্তু আইনগত বাধ্যবাধকতার কারণে পারছে না। অন্যদিকে রানা আরও ১,০০,০০০ শেয়ার ক্রয় করে কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু তার ক্রয়কৃত শেয়ারের প্রকৃতি অনুযায়ী সেটা সম্ভব নয় ।