অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের লে-আউট প্ল্যান, একে সেট ব্যাক অঙ্কন (পঞ্চম অধ্যায়)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
59
59
Please, contribute by adding content to অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের লে-আউট প্ল্যান, একে সেট ব্যাক অঙ্কন.
Content

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির লে-আউট প্ল্যান এঁকে সেট ব্যাক অঙ্কন (৫.১)

51
51

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির লে-আউট প্ল্যান এঁকে সেট ব্যাক অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • La চেপে লেয়ার ডায়লগ বক্সের New তে ক্লিক করে ভিন্ন ভিন্ন নামে কয়েকটি লেয়ার অঞ্চন করে নিতে হবে। যখন যে লেয়ারে কাজ করা দরকার সেই লেয়ারকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
  • F8 চেপে Ortho অন (on) করে ড্র টুলবারের বা আইকনে ক্লিক করে অথবা L বা PI লিখে এন্টার করে প্লানের কর্ণার বিন্দুতে ক্লিক করে লাইন অঙ্কন করতে হবে, [পলিলাইনে করলে ভালো হয় ।
  • এভাবে লাইন বা পলিলাইন কমান্ডের সাহায্যে চিত্র- ৫.১.১ এর মত ইমারতটির ছাদের বাইরের রেখা বরাবর রেখা অঙ্কন করতে হবে এবং এটি অফসেট করতে হবে।
  • এবার মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা লিখে এন্টার করে অফসেট কমান্ডের সাহায্যে অফসেট ডিসট্যান্স 5 লিখে পলিলাইনটিকে বা লাইনসমূহকে ভিতর দিকে অফসেট করতে হবে।
  • একইভাবে সিঁড়ির অংশটুকুও পলিলাইন দিয়ে এঁকে নিতে হবে, এবং 5" ভিতর দিকে অফসেট করতে হবে (চিত্র-৫.১.১)।
  • এবার ডাইমেনশন টুলবারের লিনিয়ার টুলসে ক্লিক করে প্লট থেকে ইমারত পর্যন্ত দূরত্বের মাপ দেখাতে হবে। প্রতিটি দিকের মাগ দেখাতে হবে।
  • ডটেড লাইন দিয়ে সিউরারেজ লাইনের অবস্থান ও সেপটিক ট্যাংকের অবস্থান দেখাতে হবে।
  • হ্যাচ কমান্ডের সাহায্যে ফ্লোরের কভার্ড এরিয়া ও সিঁড়ি পৃথক ভাবে হ্যাচ করে নিতে হবে।
  • নর্থ সাইন এঁকে বা ফ্লোর প্ল্যান থেকে কপি করে নিতে হবে।
  • বাউন্ডারি বা প্লট এর সীমানা রেখাটি সেন্টার লাইন করে নিতে হবে। এজন্য প্রপার্টিজ টুলবারের লাইন টাইপ থেকে Other এ ক্লিক করে লাইন টাইপ টুলবার থেকে লোভ এ ক্লিক করে লোড লাইন টাইপ থেকে যে ধরনের লাইন প্রয়োজন সেই লাইন-এ ক্লিক করে লোড করে নিতে হবে।
  • এক্ষেত্রে সেন্টার লাইন নেয়া হয়েছে। প্রয়োজনে এর স্কেল ছোট বা বড় করে নিতে হবে। লাইনের স্কেল ছোটো বড় করার জন্য লাইনের উপর দুইবার ক্লিক (Double Click) করলে প্রপার্টিজ ডায়লগ বক্স। আসবে, সেখান থেকে লাইন টাইপ ফেল এ ফেল এর মান ছোট বা বড় করে নেয়া যাবে। এখানে সেন্টার লাইনের স্কেল 0.025 নেয়া হয়েছে।
  • সম্পূর্ণ লে-আউট Lay out অঙ্কিত হলে নিচের চিত্রের (চিত্র-৫.১.২) মত দেখা যাবে।
Content added || updated By

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির রুফ প্ল্যান এঁকে ড্রেনেজ সিস্টেম অঙ্কন (৫.২)

65
65

অঙ্কন প্রণালি: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির রুফ প্ল্যান এঁকে ড্রেনেজ সিস্টেম অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • পূর্বের লে-আউট প্ল্যানটি থেকে প্লট ও ইমারতের ছাদের অংশটি (চিত্র-৫.১.১ অংশটুকু) কপি করে এনে বসাতে হবে। কপি করার জন্য মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা Co লিখে এন্টার করে ছাদের লাইনের যে কোনো বিন্দুতে ক্লিক করে এন্টার করতে হবে। এবার যে কোনো বিন্দুতে বা বেজজ পয়েন্টে ধরে যেখানে আঁকতে হবে সেখানে নিয়ে ক্লিক করতে হবে।
  • এবার লাইন ও সারকেল কমান্ডের সাহায্যে ছাদের প্রোপ ও আউটলেট পয়েন্ট এঁকে নিতে হবে।
  • একইভাবে সিড়ির ছাদের অংশের জন্যও এঁকে নিতে হবে। এই অংশের পানি ছাদের মাধ্যমে নিচে অপসারিত হবে।
  • ড্রেন-এর জন্য লাইন একে লাইন টাইপ থেকে ডটেড করে নিতে হবে লাইন টাইপ পরিবর্তন এর নিয়ম লে-আউট প্ল্যানে বর্ণিত আছে, এখানে Dashed-2 ফেল ১.০ এ আঁকা আছে।
  • এবার ইন্সপেকশন পিটের জন্য ছোট একটি বক্স রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে এঁকে চিত্রের (চিত্র-৫.২.১ ) মস্ত বসিয়ে নিতে হবে। ছালের বৃষ্টির পানি বৃত্ত বরাবর সংগৃহীত হয়ে ড্রেন দিয়ে বাইরের ড্রেনেজ সিস্টেমে চলে যাবে।
  • সম্পূর্ণ অংশ আঁকা হলে চিত্রের (চিত্র-৫.২.১) যত দেখা যাবে ।
Content added By

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান অঙ্কন (৫.৩)

40
40

অঙ্কন প্রণালিঃ অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান এঁকে কন্টুর (Contour), পানির অবস্থান (Water body), গাছপালা (Plants), রাস্তা (Drive way) ইত্যাদি অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

চিত্র-৫.৩.১: বহুতল আবাসিক ইমারতটির ল্যান্ডস্কেপ প্ল্যান
[ইমারতের কভার্ড এরিয়ার বাইরে জায়গা কম থাকায় ছাদে ল্যান্ডস্কেপ করে দেখানো হল।]

  • পূর্বের লে-আউট প্ল্যানটি থেকে প্লট ও ইমারতের ছাদের অংশটি (চিত্র-৫.১.১ অটুকু) কপি করে এনে বসাতে হবে।
  • এবার ডিজাইন সেন্টার এর ল্যান্ডস্কেপ ফোল্ডার থেকে ব্লক ক্লিক করে গাছপালা, ঝোপ ইত্যাদি ইনসার্ট করতে হবে।
  • কর্নারের পানির অংশের জন্য বৃত্ত এঁকে হ্যাচ-এর প্রেডিয়েন্ট এ ক্লিক করে হ্যাচ করতে হবে বসার জন্য। বেঞ্চ বা সিট ও দোলনা রেট্রোজেন কমান্ড দিয়ে এঁকে নিতে হবে।
  • রাস্তার জন্য লাইন ও ফিলেট কমান্ড দিয়ে রাস্তার ফুটপাথের বাঁকা অংশ এঁকে নিতে হবে ।
  • সিঁড়ির পাশে ব্রিজটি লাইন দিয়ে এঁকে হ্যাচ করে নিতে হবে।
  • অন্য কোনো ফাইল থেকে কোন সিম্বল ইনসার্ট করার জন্য ঐ ফাইলে যেয়ে অবজেক্টকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে যে ফাইলে ইনসার্ট করতে হবে সেই ফাইলে এসে Ctrl+V চেপে পেস্ট করতে হবে।
  • রাস্তার অংশে শেড দেয়ার জন্য বাইরের দিকে একটি লাইন দিয়ে এরিয়াটিকে আবদ্ধ করে প্রেডিয়েন্ট দিয়ে শেড দিতে হবে। পরে লাইনটি মুছে দিতে হবে।
  • সবশেষে ল্যান্ডস্কেপ প্ল্যানটি চিত্রের (চিত্র-৫.৩.১) মত দেখা যাবে।
Content added || updated By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion