অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
8
8

                অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 

১। তাপমাত্রা কাকে বলে? 

২। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার বলতে কী বোঝায়? 

৩। সলিনয়েড ভাল্বের কাজ কী? 

৪। অয়েল সেপারেটরের কাজ কী? 

৫। কয়েকটি পিপিই এর নাম লেখ।

 

                     সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 

১। রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের ব্যবহার ক্ষেত্র লেখ । 

২। তাপমাত্রার বিভিন্ন স্কেল বর্ণনা করো । 

৩। পার্জারের কাজ কী? 

৪ । এয়ার হ্যান্ডেলিং ইউনিট বলতে কী বোঝায়? 

৫। অ্যাজিও ট্রপিক ও জিও ট্রপিক রেফ্রিজারেন্ট কী? 

৬। ইভাপোরেটরের শ্রেণি বিন্যাস লেখ। 

৭। ৪ টি আনুষাঙ্গিক যন্ত্রাংশের নাম লেখ।

 

                     রচনামূলক উত্তর প্রশ্ন 

১। রেফ্রিজারেন্টের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো । 

২। অধিক ব্যবহৃত হিমায়ক বা রেফ্রিজারেন্টের তালিকা লেখ । 

৩। তাপের প্রকারভেদসহ তাপ নির্ণয়ের সূত্র বর্ণনা করো । 

৪। ঘনীভবনের (Condensation) সময় চাপের প্রভাব বর্ণনা করো। 

৫। তাপের একক গুলো লেখ। ৬। তাপ ও তাপমাত্রার পার্থক্য লেক । 

৭। ১০ টি রেফ্রিজারেশন পদ্ধতির নাম লেখ । 

৮ । চিত্র সহ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখ । 

৯। ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখ । 

১০ । আদর্শ হিমায়কের ১০টি গুণাবলি লেখ ।

 

 

Content added By
Promotion