অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

এক কথায় উত্তর 

১. শিমের একটি আগাম জাতের নাম লেখ । 

২. শিম চাষে হেক্টর প্রতি কত কেজি বীজ লাগে? ৩. শিমের জাব পোকা কী দিয়ে দমন করা যায় ? 

৪. কেগরনাটকি কোন দেশের বরবটির জাত? 

৫. বরবটির একটি রোগের নাম লেখ। 

৬. ওকে ০৯৮৫ জাতের ঢেঁড়শ কোন রোগ প্রতিরোধী ? 

৭. জ্যাসিড পোকা কোন রোগ ছড়ায় ?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ফুল ধারনের ভিত্তিতে শিমের জাতগুলো উল্লেখ কর । 

২. বরবটি চাষে সারের মাত্রা উল্লেখ কর। 

৩. বরবটি একটি রোগ ও একটি পোকার আক্রমণ ও দমন সম্পর্কে লেখ ।

৪. ঢেঁড়শ চাষে জমি তৈরি ও সার প্রয়োগ সম্পর্কে লেখ।

রচনামূলক প্রশ্ন 

১. শিম চাষে সার প্রয়োগ, অন্তবর্তী পরিচর্যা ও ফসল সংগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর । 

২. বরবটি চাষে চারা রোপণ ও অন্তবর্তী পরিচর্যাসহ তিনটি রোগ ও তিনটি পাকার আক্রমণ ও দমন সম্পর্কে বর্ণনা কর । 

৩. ঢেঁড়শ চাষে জমি তৈরি ও সার প্রয়োগসহ চারা রোপণ ও অন্তবর্তী পরিচর্যা সম্পর্কে বর্ণনা কর।

Content added || updated By

আরও দেখুন...

Promotion

Promotion