আধা স্বয়ংক্রিয় তাঁত

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

সাধারণত কায়িক পরিশ্রম অর্থাৎ মানব শক্তি দ্বারা যে সকল তাঁত পরিচালনা করা হয় কাকে হস্তচালিত তাঁত বলে । হস্তচালিত তাঁত বিভিন্ন প্রকার রয়েছে। তার মধ্যে আধা স্বয়ংক্রিয় তাঁতই সবচেয়ে সহজ ও উন্নত প্রণালির । এই তাঁতের কাপড় জড়ানো এবং টানা সুতা লেট অফ করার কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। পরিমাণমতো কাপড় বিমে জড়ানোর টানে ওয়ার্প বিম থেকে ঠিক সমপরিমাণ সুতা খুলে আসতে থাকে। এ তাঁতের গতি অন্য হস্তচালিত তাঁতের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থাৎ তুলনামূলক দ্রুত গতি সম্পন্ন। হস্তচালিত তাঁতের ফ্লাই সাটেল পিট লুম ও ফ্লাই শাটেল ফ্রেম লুম বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় এবং একজন তাঁতি সমস্ত কাজই তার নিজ হাতে করে নিতে হয় । কিন্তু আধা স্বয়ংক্রিয় তাঁত মজবুত কাঠ ও লোহার সংমিশ্রণে তৈরি করা হয় ।

আধা স্বয়ংক্রিয় তাঁতের সংজ্ঞা
আধা স্বয়ংক্রিয় তাঁতে দক্তির পিছনে একটি লোহার রড এর দুই প্রান্তে দুইটি হুইল থাকে যাকে ফ্লাই হুইল বলে । ফ্লাই হুইল দুইটি তাঁতের দুই প্রান্তে যুক্ত থাকার কারণে তাঁতের গতি খুব সহজ হয়ে যায় অর্থাৎ তাঁতির তাঁত চালনায় খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না ।

তাঁতি কাপড় বুননের জন্য ঝাঁপ উঠান, মাকু চালনা ও দক্তি টেনে শানা দ্বারা পিকিং আপ করে সুতা ফেল অব দ্যা ক্লথের পৃষ্ঠে বসানোর সময় পরিমাণমতো উৎপাদিত কাপড় জড়ানো ও টানা বিমের সুতা জড়ানো স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে বলে এই তাঁতকে আধা স্বয়ংক্রিয় তাঁত বলে।

চিত্তরঞ্জন তাঁত একটি আধা স্বয়ংক্রিয় তাঁত। আধা স্বয়ংক্রিয় তাঁতকে জাপানি তাঁতও বলা হয়।

আধা স্বয়ংক্রিয় তাঁত-এর বৈশিষ্ট্য 
০ আধা স্বয়ংক্রিয় তাতে হস্তচালিত তাঁতের চেয়ে উৎপাদন তুলনামূলক অনেক বেশি অর্থাৎ প্রায় দ্বিগুণ। 
০ এই তাঁতে টানা ছাড়া (Let off) এবং কাপড় জড়ানো (Take up ) স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে । 
০ যে কোন ধরনের মোটা ও মিহি কাপড় বোনার জন্য আধা স্বয়ংক্রিয় তাঁত উপযুক্ত। 
০ এই তাঁতে কাপড় বুনতে তাঁতির পরিশ্রম তুলনামূলক অনেক কম হয় । 
০ এই তাঁতের তৈরি কাপড় তুলনামূলক অনেক সুষম । 
০ ফ্রেম তাঁতের চেয়ে উৎপাদন খরচ অনেক কম। 
০ আধা স্বয়ংক্রিয় তাঁত প্রস্তুত খরচ ফ্লাই সাটেল পিট লুম ও ফ্লাই শাটেল ফ্রেম লুমের চেয়ে বেশি। 
০ ফ্রেম তাঁতের তুলনায় এ তাঁত বেশ মজবুত ও শক্ত । 
০ হস্তচালিত তাঁতসমূহের মধ্যে তুলনামূলক ব্যবহার বেশি। 
০ ত্রুটিমুক্ত কাপড় তৈরি করা সম্ভব হয় । 
০ মানবীয় শক্তি (ক্যালরি) খরচ কম হয় ।

চিত্তরঞ্জন তাঁত 
এই তাঁত লৌহ ও কাষ্ঠ নির্মিত। সাধারণ তাঁত অপেক্ষা এই তাঁতে ডবল কাজ হয়ে থাকে। এই তাঁতকে সেমি অটোমেটিক তাঁত বলা হয়। কারণ এতে টানা ছাড়া (Let off) এবং কাপড় জড়ানো (Take up) এই দুইটি কাজ সয়ংক্রিয়ভাবে এক সংগে হতে থাকে। অন্যান্য প্রক্রিয়া সাধারণ তাঁতের ন্যায়। সাধারণ তাঁতে কাপড়ের জমিন সর্বত্র সমান হয় না, কিন্তু এই ভাঁতে সর্বত্র সমান হয়ে থাকে। যে কোন রকমের মোটা ও মিহি কাপড় বুনতে এটা খুবই উপযুক্ত। বর্তমানে প্রায় সর্বত্রই এই তাঁতের খুব বেশি প্রচলন। এই তাঁতই জাপানি তাঁত বলে পরিচিত।

চিত্তরঞ্জন তাঁতে বুননকালীন দক্তি ঠেলার সংগে সংগে একসেট পিনিয়ন হুইল ইমারি রোলারের সাহায্যে কাপড় ক্লথ বিমে জড়ানো হয় এবং Warp beam হতে টানা প্রয়োজন মতো খুলে আসে।

হ্যাটার্সলি তাঁত 
এটা লৌহ নির্মিত, সাধারণ তাঁত অপেক্ষা তিন চারগুণ অধিক দ্রুত গতিতে চলে। এগুলো প্রকৃত অটোমেটিক তাঁত । কারণ এই তাতে টানা ছাড়া (Let off) কাপড় জড়ানো (Take up) এবং Picking এই তিনটি কাজই আপনা হতে একসংগে হয়ে থাকে। ১৮৫৬ খ্রিষ্টাব্দে এই তাঁত আবিষ্কৃত হয় এবং আবিষ্কারকের নাম অনুসারেই এই তাঁতের নাম হয় হ্যাটার্সলি লুম ।

অনেকটা পাওয়ার লুমের মতোই। পাওয়ার লুম ভারী, এটা অনেকটা হালকা। হাতে চালাতে হয় বলে ৫০ ইঞ্চি শানার বহর অপেক্ষা বড় তাঁত হাতে চালানো সম্ভব নয়। এই তাঁতে একজন তাঁতি বেশিক্ষণ কাপড় বুনতে পারে না ।

Content added || updated By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 
১. সেমি অটেমেটিক লুম বলতে কি বুঝায়?
২. কোন ধরনের তাঁতকে জাপানি তাঁত বলে?
৩. সেমি অটোমেটিক লুম ও ফ্লাই সাটেল লুমের মধ্যে কোন তাঁতের প্রাথমিক খরচ বেশি?
৪. চিত্তরঞ্জন তাঁতকে কেন সেমি অটোমেটিক তাঁত বলা হয়?
৫. ৫০ ইঞ্চি শানার বহর অপেক্ষা বড় তাঁত হাতে চালানো সম্ভব নয়, সত্য না মিথ্যা?

সংক্ষিপ্ত প্রশ্ন
১. আধা স্বয়ংক্রিয় ভাতের বৈশিষ্ট্য লেখ?
২. গর্ত তাঁত ও ফ্রেম তাঁতের মধ্যে পার্থক্য লেখ।
৩.ফ্রেম তাঁত ও সেমি অটোমেটিক লুমের মধ্যে পার্থক্য লেখ?

রচনামূলক প্রশ্ন 
১. চিত্রসহ সেমি অটোমেটিক তাঁতের বর্ণনা কর?

Content added By
Promotion