আর্ক ওয়েল্ডিং-এ ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জামাদি

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
Please, contribute to add content into আর্ক ওয়েল্ডিং-এ ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জামাদি.
Content

আর্ক ওয়েল্ডারের নিরাপদ পোশাকাদি শনাক্তকরণ

ওয়েল্ডিং করতে হলে সর্বাগ্রে প্রয়োজন ওয়েন্ডারের ব্যক্তিগত নিরাপত্তা। ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজনে ওয়েল্ডারকে বিশেষ ধরনের পোশাকাদি ব্যবহার করতে হয়। নিরাপদ পোশাকাদি ব্যবহারের ফলে ওয়েল্ডার নিরাপদভাবে ওয়েন্ডিং করতে পারে। নিয়ে ওয়েল্ডার এর নিরাপদ পোশাকাদি চিত্রসহ উল্লেখ করা হলো।

চিত্র : ৪.১ (ক) ওভার অল /বয়লার স্যুট

Content added By

আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহার্য ব্যক্তিগত নিরাপত্তাজনিত সাজ সরাঞ্জমাদির ব্যবহার

হ্যান্ড শিশু (Hand Shield) : এটি ওয়েল্ডিং এর সমর তরেন্ডারের চোখ এবং মুখমণ্ডলকে ক্ষতিকারক আর্ক রশ্মির প্রভাব হতে বাঁচায়। এটাকে হাতে ধরে কাজ করতে হয়।

চিত্র : ৪.২ (ক) হ্যান্ড শিশু

হেলমেট (Helmet)ঃ এটাকে হাতে ধরতে হয় না, মাথায় আটকে নিয়ে সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। হেলমেট ও হ্যান্ডপিন্ডের মত ওয়েল্ডার এর চোখ এবং মুখমণ্ডলকে ক্ষতিকারক আর্ক রশ্মি হতে বাচায়।

চিত্র : ৪.২ (খ) হেলমেট

সেফটি সুজ (Safety Shoes) : পড়ন্ত বস্তু যাতে পায়ের ক্ষতি করতে না পারে, সে জন্য জুতার টো ক্যাপ স্টিলের তৈরি এবং তলদেশে স্টিলের যোগান থাকে। এর তলা শক্ত রাবারের তৈরি হেতু তড়িতাহত হওয়ার সম্ভাবনা কম।

চিত্র : ৪.২ (গ) সেফটি সুজ

হ্যান্ড গ্লোভস (Hand Gloves) : এটি পুরু এবং অগ্নি প্রতিরোধক পদার্থ দিয়ে তৈরি। হাতের তালু এবং আঙ্গুলগুলোকে অগ্নি এবং উত্তপ্ত ধাতু হতে রক্ষা করে।

চিত্র : ৪.২ (ঘ) হ্যান্ড প্রো

 লেদার জ্যাকেট (Leather Jacket) : এটি লেদার বা চামড়ার তৈরি। পজিশনাল ওয়েন্ডিং এ বিশেষ করে ভার্টিক্যাল এবং ওভারহেড অবস্থানে ওয়েন্ডিং করার সময় গণিত স্লাগ, স্প্যাটার ইত্যাদি হতে

চিত্র: ৪.২ (৩) লেদার জ্যাকেট

স্পার্টস/বিশেষ জুতা (Spata)

উৎক্ষিপ্ত গলিত ধাতু কণা হতে পায়ের গোছাকে রক্ষা করে।

চিত্র : ৪.২ (চ) স্পটল

 অ্যাপ্রন (Apren) : এটি চামড়ার তৈরি। শরীরের সম্মুখের অংশকে ওয়েন্ডিং এবং কাটিং এর সময় সম্ভাব্য বিপদ যথা উদ্ভন্ন পরম স্থাপ, স্প্যাটার, আর্ক রশ্মি ও জার্কের উত্তাপ হতে রক্ষা করে।

চিত্র: ৪.২(ম) অ্যাপ্রন 

আর্থ ও রিস্ট প্রটেকটরস (Earth & Wrist protectors) এটি চামড়ার তৈরি। আর্ক রশ্মি ও আর্কের উত্তাপ হতে হাতের তালু ও আঙ্গুলসমূহ রক্ষা করে।

চিত্র : ৪.২ (জ) অর্থ ও রিস্ট প্রেটেকটরস

স্কাল ক্যাশ (Scalp Cap) : এটি চামড়ার তৈরি বিশেষ টুপি। যা ওয়েল্ডার এর মাথাকে উত্তাপ এবং অগ্নিস্ফুলিঙ্গ হতে রক্ষা করে। ওভারহেড পজিশনে ধাতু জোড়ের ক্ষেত্রে এর বিশেষ প্রয়োজন হয়।

চিত্র : ৪.২ (ঝ) স্কাল ক্যাপ

ইয়ার প্রোটেকটর বা ইয়ার মাফলার (Protector or Ear muffler) 

 বিরক্তিকর বা বিকট শব্দ হতে এটি ওয়েন্ডার এর কানকে রক্ষা করে।

চিত্র : ৪.২ (ঞ) ইয়ার প্রোটেকটর

রেস্পিরেটর (Respirator)ঃ বিষাক্ত গ্যাস থেকে ওয়েল্ডারকে রক্ষাকরার জন্য এটি ব্যবহৃত হয়।

চিত্র : ৪.২ (ট) রেস্পিরেটর

প্রোটেকটিভ গগলস (Protective goggles)

 স্লাপ চিপিং এবং প্রাউন্ডিং করার সময় উৎক্ষিপ্ত ধাতু কণা হতে চোখকে রক্ষা করে।

চিত্র : ৪.২ (ঠ) প্রোটেকটিভ গগলস

Content added || updated By

আর্ক ওয়েন্ডিং-এর সময় ব্যবহার্থ নিরাপত্তামূলক যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ

যে কোন শিল্প কারখানার তৈরি জিনিসের মান নির্ভর করে ঐ প্রতিষ্ঠানের কার্য-পরিবেশের উপর। কার্য-পরিবেশ যদি সুন্দর হয়, তাহলে তৈরি জিনিসের মান ভালো হবে। সুন্দর পরিবেশ তৈরি করতে হলে, উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এছাড়া অগোছালো ময়লা জায়গা বা যন্ত্রপাতি ও সরঞ্জামাদির গায়ে ময়লা জমে থাকলে কর্মদক্ষতা অনেকাংশে কমে যায় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সময় অনেক দামি যন্ত্রপাতি বা সরঞ্জামাদি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিটি সরঞ্জামাদির জন্য আলাদা আলাদা র্যাকের ব্যবস্থা থাকলে এবং পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা গেলে সরঞ্জামাদি দীর্ঘদিন কার্যক্ষম থাকে। আর্ক ওয়েল্ডিং-এর জন্য ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে (ক) ট্রান্সফরমার (খ) ডি.সি ওয়েন্ডিং এর ক্ষেত্রে জেনারেটর রেকটিফায়ার (Roctifier) |

  • ট্রান্সফরমারঃ 

স্যাত স্যাতে জায়গার এর ব্যবহার নিষেধ, এতে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। কাজ শেষে ধুলাবালি ও ময়লা পরিষ্কার করে ফেলতে হবে। আর্থিংসহ সব ক্যাবল (Cable) কাজ শেষে সুন্দরভাবে গুটিয়ে রাখতে হবে।

  • রেকটিফায়ার :

এটি ডি.সি ওয়েন্ডিং-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্ষেত্রে স্যাত স্যাতে, তৈলাক্ত বা আবদ্ধ ঘরে এর ব্যবহার হলে তড়িতাহত হওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর আলো বাতাস আছে এমন স্থানে এটি স্থাপন করতে হবে। কাজের শেষে এবং সাপ্তাহিকভাবে এর রক্ষনাবেক্ষণ জরুরি, এতে এর কার্যক্ষমতা ঠিক থাকে। অন্যান্য সরঞ্জামাদির ক্ষেত্রেও রক্ষণাবেক্ষণ জরুরি। যেমন জেনির (Chisel) মাথায় যদি অধিক পরিমাণে বাবড়ি জমে থাকে তবে ভা হাতের জন্য বিপদজনক হতে পারে।

  • হাতলবিহীন ফাইল ব্যবহার করতে নেই। হাতল উত্তমরূপে ফাইলের সাথে আটকানো আছে কীনা তা সব সময় পরীক্ষা করতে হবে।
  • ছেনি দিয়ে কাজ করার সময় লক্ষ রাখতে হবে যাতে চিপস উড়ে গিয়ে নিকটবর্তী কাউকে আঘাত না করে।
  • আগুন লাগার যন্ত্রপাতি ঠিক আছে কীনা প্রায়ই তা চেক করতে হবে। 
  •  যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ব্যবহার ও নিরাপত্তার স্বার্থে সাপ্তাহিক বা মাসিক তদারকির রুটিন করতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে । 
  •  সাধারণত ওয়েল্ডিং বুথের দেয়াল অগ্নি নিরোধক পদার্থের হয়ে থাকে।
  • ওয়েল্ডিং ওয়ার্কশপের বুথ অগ্নি নিরোধক পদার্থের হলেও ওয়েল্ডিং ওয়ার্কশপে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই অগ্নি নিরোধক যন্ত্রপাতির কার্যকারিতা ও সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য মাসিক, ত্রৈমাসিক বা বাৎসরিক মহড়ার প্রয়োজন, এতে যন্ত্রপাতি কার্যকারিতা ও হঠাৎ করে আগুন লাগলে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজতর হয় ।
  •  মহড়ায় সময় দর্শনার্থী মহড়া অবলোকন করে বুঝতে পারে আগুন লাগার সময় করণীয় ও নিরাপদে থাকতে হয় কীভাবে।
Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। আর্ক ওয়েল্ডিং-এর সময় সর্বাগ্রে কী প্রয়োজন ?

২। ওয়েল্ডিং বুথের দেয়াল কিরূপ পদার্থের হয়ে থাকে ?

৩। অগ্নি নিরোধক মহড়ার প্রয়োজন কেন ?

৪। ছেনি দিয়ে কাজ করার সময় কী লক্ষ্য রাখতে হবে ?

৫। রেকটিফায়ার কী ধরনের ওয়েল্ডিং-এর ক্ষেত্রে ব্যবহৃত হয় ?

৬। সেফটি সু ব্যবহার না করলে কী ক্ষতি হতে পারে ?

সংক্ষিপ্ত প্রশ্ন

৭। রেকটিফায়ার এর রক্ষণাবেক্ষণ কৌশল লেখ ।

৮। ট্রান্সফরমার এর রক্ষণাবেক্ষণ কৌশল লেখ ।

৯। অগ্নি নিরোধক মহড়ার প্রয়োজন কেন ?

১০। আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহৃত ৫ (পাঁচ)টি ব্যক্তিগত নিরাপদ সরঞ্জামাদির নাম উল্লেখ কর।

১১। আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহার্য ৫ (পাঁচ)টি নিরাপত্তামূলক সরঞ্জামাদির ব্যবহার ব্যক্ত কর ।

রচনামূলক প্রশ্ন

১২। আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত ১০ (দশ)টি নিরাপত্তা সরঞ্জামাদির নাম উল্লেখ কর।

১৩। আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত ১০ (দশ) টি নিরাপত্তা সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ উল্লেখ কর ।

১৪ । আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহৃত ব্যক্তিগত নিরাপদ সরঞ্জামাদির প্রয়োজনীয়তা উল্লেখ কর।

১৫। আর্ক ওয়েল্ডিং-এর সময় ব্যবহার্য ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদির ব্যবহার উল্লেখ কর। 

১৬। এয়ার মাফলার (Ear muffler) ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ কর ।

১৭। আর্ক ওয়েন্ডিং কালে ব্যবহার করতে হয় এমন নিরাপদ পোশাকাদির বর্ণনা দাও।

Content added By

আরও দেখুন...

Promotion