ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১

এর কর্মক্ষেত্র উল্লেখ করতে পারা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ওরেন্ডার-এর সম্ভাব্য কর্মক্ষোে হলো :

চিত্র ১.২ (ক) স্ট্রাকচারাল শিল্প 

চিত্র : ১.২ (খ) ধাতব আসবাবপত্র তৈরি শিল্প

চিত্র ১.২ (গ) ঘটর গাড়ি তৈরির শিল্প

চিত্র: ১.২ (ঘ) পাইপ লাইন তৈরির কাজ

চিত্র: ১.২ (ঙ) উড়োজাহাজ তৈরির শিল্প 

চিত্র : ১.২ (চ) নভোযান তৈরির শিল্প

চিত্র : ১.২ (ছ) জাহাজ শিল্প 

চিত্র : ১.২ (জ) রেলওয়ে প্রতিষ্ঠান

চিত্র : ১.২ (ঝ) ভারী যন্ত্রপাতি তৈরির শিল্প

এছাড়াও ওয়েল্ডার-এর সম্ভাব্য নিম্নরূপ কর্মক্ষেত্রগুলো হয়ে থাকে। যেমন :

  •  খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প
  •  সাবান এবং প্রসাধনী শিল্প
  • ঔষধ শিল্প
  •  বস্ত্র শিল্প
  • সার শিল্প
  • পাট শিল্প
  • মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করার কারখানা (ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ) • ইলেকট্রনিক্স শিল্প, ইত্যাদি।

ওয়েল্ডিং পদ্ধতি যেহেতু নির্মাণ ছাড়াও মেরামতির জন্য ও প্রয়োজনীয়, সুতরাং সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানই একজন ওয়েল্ডারের কর্মক্ষেত্র হতে পারে, তবে স্ব-উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ ওয়েল্ডিং ট্রেড সম্পন্নকারী শিক্ষার্থীদের খুব বেশি, কারণ এতে পুঁজি কম লাগে এবং এটি একটি লাভজনক ব্যবসাও বটে। শুধু আত্মকর্মসংস্থান এর ব্রত নিয়ে এগিয়ে আসতে হবে। 

Content added By
Promotion