ওয়েল্ডিং এর সময় ও পরে পরীক্ষা করা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

ওয়েন্ডিং জোড়ের সময় লক্ষণীয় বিষয়গুলো হলো

  • ইলেকট্রোড অ্যাংগেল সঠিক রাখছে কীনা?
  • আর্ক লেংথ সঠিকভাবে বজায় রাখতে পারছে কীনা?
  • ইলেকট্রোড চালনার গতি সমভাবে হচ্ছে কীনা?

ধাতু জোড়ের পর লক্ষণীয় বিষয়গুলো হলোঃ

  •  বিডটি প্লেট দুইটির সংযোগ স্থলে টানা হয়েছে কীনা?
  • ওয়েল্ডের লেগ লেংথ সমান আছে কীনা? 
  • ওয়েল্ডিং প্লেটের কোন আকৃতি পরির্তন হয়েছে কীনা? 
  • ভাইসে বেঁধে ওয়েল্ডিং-এর উপর চাপ দিয়ে যদি জোড়া খুলে যায়, তাহলে বুঝা যাবে ভালো পেনিট্রেশন হয়।
  •  মূল ধাতু না গলে যদি ইলেকট্রোড গলে ওভার ল্যাপ হয়ে থাকে তাহলে বুঝবে ওয়েল্ডিং ভালো হয়নি। 
Content added By
Promotion