খ্রীষ্টধর্মের বিশেষ শব্দসমূহের বানানগুলোর একটি তালিকা

নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - | NCTB BOOK
66
66

খ্রীষ্টধর্মের বিশেষ শব্দসমূহের বানানগুলোর একটি তালিকা

 

খ্রীষ্টধর্মের বিশেষ শব্দসমূহের বানানগুলোর একটি তালিকা এবং তার ভিন্ন ও একটু বদলে যাওয়া রূপগুলো নিচে দেখতে পারো। এই তালিকাটি একটু ধারণা দেওয়ার জন্যে রাখা হলো, এর বাইরেও কিন্তু এরকম খ্রীষ্টধর্মের অনেক বিশেষ শব্দ তুমি দেখতে পাবে।

এই বইয়ে ব্যবহৃত বানান/শব্দ

বাংলা একাডেমি প্রস্তাবিত এবং অন্যান্য রূপ

ইংরেজি শব্দ ও তার উচ্চারণ

খ্রীষ্টখ্রিস্ট/খ্রীস্ট/খ্রিষ্টChrist (ক্রাইস্ট/ক্রাইস্ ট্)
যীশুযিশুJesus (জীজাস্/জীসাস)
খ্রীষ্টধর্মখ্রিস্টধর্ম/খ্রীস্টধর্ম/খ্রিষ্ঠধর্মChristianity (ক্রিসটিঅ্যানাটি/ ক্রিসচিয়ানিটি)
খ্রীষ্টানখ্রিস্টান/খ্রীস্টান/খ্রিষ্টান/খ্রিস্তান/খ্রীশ্চানChristian (ক্রিস্ চান/ক্রিশ্চিয়ান/ক্রিস্ টিয়ান)
অব্রাহামআব্রাহাম/ইব্রাহিম/ইব্রাহীমAbraham (এইব্রাহ্যাম্/এইব্রাহাম্)
ইব্রীয়হিরুHebrew (হীব্র)
গাব্রিয়েলগ্যাব্রিয়েল/জিবরাঈল/জিব্রাঈল/জিব্রাইলGabriel (গ্যাব্রিয়েল)
থোমাথমাস/টমাস/ঠমাসThomas (ঠমাস্/থমাস)
দায়দদাউদ/ডেইভিড/ডেভিড/দাবিদDavid (ডেইভিড়)
নাসরতনাসরৎ/নাজারেখ/নাজারথNazareth (নাজারেথ্/নাজারথ্)
মথিম্যাথিউMatthew (ম্যাথিউ/মাথেয়)
মরিয়ম (মারীয়া)মেরি/মারিয়াMary (ম্যারি)
যদন নদীজর্দান নদী/ জর্ডান নদীJordan River (যর্ডান রিভার)
যিরূশালেমজেরুসালেম/জেরুজালেমJerusalem (জেরুসালেম্/যেরূশালেম)
যিহুদীইহুদি/ইহুদীJew (যু/জু)
যোষেফযোসেফJoseph (জোযেফ/জোসেফ)
যোহনজনJohn (জন)
লুকলুকLuke (লুক)
শমরীয়সামারিটান/সাম্যারিটান্‌Samaritan (সামারিটান/সাম্যারিটান)
শিমোন-পিতরসাইমন পিটারSimon Peter (সাইমন পিটার)

 

Content added || updated By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion