জব ২ঃ প্রেসার টাইপ ওয়াটার কুলার স্থাপন

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
5
5

জব ২: প্রেসার টাইপ ওয়াটার কুলার স্থাপন।

পারদর্শিতার মানদন্ড

  • কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস টেস্ট করার জন্য প্রয়োজনীয় মেজারিং টুলস সংগ্রহ ও ব্যবহার করা 
  • মেজারিং ইনট্রুমেন্ট সমুহকে প্রয়োজন অনুসারে ক্যালিব্রেট করা 
  • কোম্পানির স্থাপন ম্যানুয়াল অনুসরণ করা 
  • বিদ্যুৎ সরবরাহ দিয়ে কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস চালু করা

ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস্, ইকুইপমেন্টস ও মেশিন)

 

গ) প্রয়োজনীয় মালামাল (Raw Materials)

 

(গ) কাজের ধারা

১। মালামালের তালিকা অনুযায়ী প্রথমে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করে 

২। মালামালের তালিকা অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম (PPE) সংগ্রহ ও পরিধান করো 

৩। কোম্পানির ইন্সটলেশন ম্যানুয়াল সংগ্রহ করে গড় 

৪। কভার খুলে ওয়াটার কুপারটি বের কর এবং কোন ধরণের স্পর্ট আছে কিনা অথবা ম্যানুয়াল অনুযায়ী কোন এক্সেসরিজ কম আছে কিনা দেখ 

৫। স্থাপন করার আগে কুলারের কার্যকারীতা যাচাইয়ের জন্য ইউনিট চালিয়ে দেখ 

৬। কুলার স্থাপনের স্থান নির্ধারণ কর, প্ররোজনে লেভেলিং করো 

৭। বেজমেন্টের উপর কুলারটি স্থাপন করো 

৮। কুলারের সাথে পানি সাপ্লাই লাইন যুক্ত করো 

৯। কুলারে মেইন লাইন যুক্ত করে বাহিরের ড্রেইন পর্যন্ত পাইপ লাইন স্থাপন করো

১০। বিদ্যুৎ সংযোগ দাও 

১১। ঠান্ডা এবং গরম পানির টেপ সুইচ চেপে ধরে পানির প্রবাহ দেখে নেও এবং ইন্টারনাল ট্যাংক ফ্লাস করো 

১২। পানির লাইনে কোথাও কোন লিক আছে কিনা দেখ 

১৩। অন্তত একঘণ্টা চালিয়ে পারফরমেন্স দেখ 

১৪। কুলারের বাহিরের অংশ মুছে পরষ্কিার করো 

১৫। যন্ত্রপাতি পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখ 

১৬। ওয়ার্কশপ পরিষ্কার করো

 

কাজের সতর্কতা

  • কাজ করার সময় অব্যশই PPE পরিধান করতে হবে 
  • সঠিক ভাবে টুলসের ব্যবহার নিশ্চিত হতে হবে 
  • কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না 
  • যদি বুঝতে সমস্যা হয় তবে শিক্ষকের সহায়তা নিতে হবে 
  • শিক্ষকের অনুমতি ছাড়া অন্য কোন কাজ করা যাবে না

আত্মপ্রতিফলন 

প্রেসার টাইপ ওয়াটার কুলার স্থপন করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

 

Content added By
Promotion