ধানের জাত, মৌসুম, বৈশিষ্ট্য ও গড় ফলন

এসএসসি(ভোকেশনাল) - এগ্রোবেসড্ ফুড -১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

১৯৭০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল (উফশী) ধানের জাত, মৌসুম, গড় উচ্চতা, গড় জীবনকাল, জাতের বৈশিষ্ট্য, গড় ফলন ও অবমুক্তের বছর নিম্নের ছকে দেয়া হলো ।

১ জীবনকাল বপনের সময়ের ওপর নির্ভর করে কম-বেশি হয়। 

* বৃষ্টিবহুল এলাকার উপযোগী ।

** আলোক-সংবেদনশীল।

*** ব্রি ধান ৪২ এবং ব্রি ধান ৪৩ বৃষ্টিবহুল এবং খরা প্রবণ উভয় অঞ্চলের উপযোগী । 

সূত্র:- কৃষি ডায়েরি- ২০১৬ ইং

Content added || updated By
Promotion