নির্যাতন প্রতিরোধে তোমাদের অংশগ্রহণ (উপহার ৮-৯)

নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা অঞ্জলি ১ | - | NCTB BOOK
40
40

উপহার ৮-৯

নির্যাতন প্রতিরোধে তোমাদের অংশগ্রহণ

প্রিয় শিক্ষার্থী,

 

তোমাদের শিক্ষক "সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে সেথা পাবে স্থান" কথার সুরে সবাইকে নবজীবনদাতা হওয়ার আহ্বান জানিয়ে সমবেত কণ্ঠে একটি গান গাইতে বলবেন। তোমরা উৎসুকচিত্তে ও আনন্দিত প্রাণে গানের সঙ্গে সুর মিলিয়ে অংশগ্রহণ করবে।

 

পরিকল্পনা, বাস্তবায়ন ও সচিত্র প্রতিবেদন উপস্থাপন

অঞ্জলির এই অংশে শিক্ষক তোমাকে নিজ পরিবার, গ্রাম, সমাজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল মানুষ নানাভাবে নির্যাতিত হচ্ছে, তাদেরকে রক্ষা ও সাহায্য করার জন্য কিছু বাস্তব ও দৃষ্টান্তমূলক কাজ করতে বলবেন।

পরিকল্পনা

তুমি নির্যাতন প্রতিরোধে কোথায় কী কাজ করবে তা খুঁজে বের করো। তুমি শিক্ষকের নির্দেশনা অনুসারে বাস্তবধর্মী একটি পরিকল্পনা প্রণয়ন করবে। পরিকল্পনার ধারাবাহিকতায় কী করবে, কার জন্য করবে, কখন করবে, কোথায় যাবে বা তাদের কোথায় পাবে এবং কীভাবে কাজটি করবে (স্থান, সময়, ব্যক্তি, তথ্য, উপাত্ত) তা উল্লেখ থাকতে হবে।

বাস্তবায়ন

তোমার পরিকল্পনা অনুসারে তুমি ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন করবে। তোমার পরিকল্পনা অনুসারে তুমি যে কাজগুলো করেছ তার প্রমাণ রাখার জন্য ছবি তুলে রাখবে।

প্রতিবেদন

এবার তুমি তোমার পরিকল্পনার এবং তা বাস্তবায়নের একটি সচিত্র প্রতিবেদন প্রস্তুত করবে। তোমার লিখিত প্রতিবেদনে কিন্তু তোমার মা-বাবা/অভিভাবকের স্বাক্ষর ও মতামত সংগ্রহ করতে হবে।

উপস্থাপন

তোমার পরিকল্পনা ও বাস্তবায়নকৃত কার্যক্রমের ভিত্তিতে প্রণীত সচিত্র প্রতিবেদনটি শিক্ষকের নিকট জমা দিবে। নির্ধারিত সময়ে তুমি এই প্রতিবেদনটি শ্রেণিতে উপস্থাপন করবে এবং তোমার অনুভূতিও প্রকাশ করবে। মনে রাখবে, তোমার এই কাজের উপর তোমাকে মূল্যায়ন করা হবে।

সবাই উঠে দাঁড়িয়ে শিক্ষককে বিদায় সম্ভাষণ জানাও।

Content added || updated By
Promotion