পাইপ বাট ওয়েল্ডিং এর সময় ও পরে পরীক্ষা

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
  • ওয়েল্ডিং করার সময় ওয়েল্ড পরীক্ষা করাই সর্বোত্তম, এতে জোড়ের ত্রুটি-বিচ্যুতি শনাক্তকরণ ও প্রতিরোধ করা সম্ভব হয়।
  • রুট রানের সময় 'কী' (Key) হোল বজায় রাখা হয় কীনা
  •  সঠিক আর্ক লেখে বজায় রাখা হয় কীনা?
  • রুট রানের অল্প সময়ের মধ্যে হর্ট রান দেওয়া হলো কীনা?
  • ওয়েন্ডিং জোড়েরা দেখতে হবে ।
  •  আন্ডার কাট আছে কীনা? মানগ্ৰো হলো কীনা?
  • প্যাল পকেট আছে কী?
  •  স্পগ আছে কীনা?
  • এক বিডের সাথে অন্য বিচের সামজ্ঞস্য আছে কীনা?
Content added By
Promotion