পাওয়ারলুম-এর আনুষঙ্গিক গতি

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

কাঙ্ক্ষিত মানসম্পন্ন কাপড় তৈরির জন্য প্রাথমিক ও মাধ্যমিক গতির সাথে সাথে আরও কিছু অতিরিক্ত গতি পাওয়ার লুমে ব্যবহার করা হয়। যেমন- ওয়ার্প স্টপ মোশন, ওয়েফট স্টপ মোশন, ওয়ার্ল্ড প্রটেকটর মোশন, ব্রেক মোশন, টেম্পল মোশন ইত্যাদি। এ সমস্ত গতিই আনুষঙ্গিক গতি । প্রকৃতপক্ষে আনুষঙ্গিক গতি প্রাথমিক ও মাধ্যমিক গতির সমন্বিত রূপ। এ সমন্বিত গতিকে লুমের সাহায্যকারী গতিও বলে ।

লুমের উৎপাদনশীলতা বৃদ্ধি, কাঙ্ক্ষিত গুণ সম্পন্ন ও ত্রুটিমুক্ত কাপড় তৈরির লক্ষ্যে লুমের প্রয়োজনীয় গতি সমূহের পাশাপাশি অতিরিক্ত যে সমস্ত গতি পাওয়ার লুমে ব্যবহার করা হয় তাই আনুষঙ্গিক গতি বা টারশিয়ারি মোশন ।

পাওয়ার লুমে আনুষঙ্গিক গতির প্রয়োজনীয়তা- 
০ আনুষঙ্গিক গতি থাকার কারণে লুমের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় । 
০ উৎপাদিত কাপড় ত্রুটিমুক্ত করা । 
০ উৎপাদিত কাপড় মানসম্পন্ন করা। 
০ একজন তাঁতিকে একসংগে অধিক তাঁত চালনায় সক্ষম করা। 
০ উৎপাদন খরচ কমানো। 
o অপচয় রোধ করা। 
০ চেক ক্রস ওভার ইফেক্ট, পড়েন মিক্সিং, ইত্যাদির জন্য আনুষঙ্গিক গতির প্রয়োজন রয়েছে। 
০ তাঁত চলা অবস্থায় হঠাৎ কোন ক্ষতি থেকে তাঁত ও সুতাকে রক্ষা করা। 
০ প্রয়োজনে তাঁতকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা।

আনুষঙ্গিক গতি/ টারশিয়ারি মোশন এর শ্রেণিবিভাগ-

ওয়ার্স স্টপ গতির সংজ্ঞা- 
তাঁত চলাকালীন সময়ে হঠাৎ কোন কারণে টানা সুতা ছিড়ে যেতে পারে। টানা ছেড়া সুতাটি কাপড়ের মধ্যে ঢুকে গেলে কাপড় ত্রুটিযুক্ত হবে। কাজেই যে মোশনের সাহায্যে টানা সুতা ছিড়ে যাওয়ার সাথে সাথে তাঁত বন্ধ হয়ে যায় তাকে ওয়ার্প স্টপ মোশন বলে।

ওয়েফট স্টপ গতির সংজ্ঞা-
তাঁত চালু অবস্থায় শাটল এক বক্স হতে অন্য বক্সে চলার সময় যদি কোন কারণে পড়েন সুতা ছিড়ে যায় বা শেষ হয়ে যায়, তবে যে মোশনের সাহায্যে কাপড়ের পড়েন না থাকার ত্রুটি থেকে মুক্ত রাখার জন্য তাঁত তাৎক্ষণাৎ বন্ধ করে দেয় তাকে ওয়েফট স্টপ মোশন বলে ।

মেকানিক্যাল ওয়ার্গ স্টপ মোশনের বর্ণনা- 
মেকানিক্যাল ওয়ার্প স্টপ মোশনে একটি স্লাইড, স্লাইড বার, স্লাইড মুভমেন্ট ডিভাইস ও নক আপ ডিভাইস নিয়ে গঠিত। স্লাইডটি স্লাইড বারের মধ্যস্থ ফাঁকা স্থানে স্থাপন করা হয় । বাইরের অংশটি অর্থাৎ স্লাইড বার অনড় থাকে, অর্থাৎ নড়াচড়া করে না এবং মধ্যের অংশটি অর্থাৎ স্লাইডটি নড়াচড়া করতে থাকে । বারের ঠিক উপরের টানা সুতার শীট থাকে। যার প্রতিটি সুতায় একটি করে ড্রপার বসানো থাকে । স্লাইড বারের সাথে ফালক্রাম লিভার সংযুক্ত যা ক্র্যাংক লিভারের সাথে যুক্ত ক্যাম লিভারটি এ্যাক্সসেনট্রিক ড্রাইভের মাধ্যমে উপরে নিচে মুভমেন্ট দেয় যার ফলে সেন্টার বারটি অর্থাৎ স্লাইডটি সামনে পিছনে কাপতে থাকে। ফালক্রাম লিভার ও ক্যাম লিভারের নিচের অংশে রিলিজ ক্যাচ ট্রিপ লিভার আছে যার এক প্রাপ্ত ক্যাম লিভারের নিচে স্প্রিং এর সাথে যুক্ত ও অপর প্রান্ত লিফটিং ক্যাচকে ঠেলে সরিয়ে রাখে যাতে ক্যাম লিভারের এক্সসেনট্রিক গতির কারণে নক অফ স্লাইডে টান না পড়ে ও লুম বন্ধ হয়ে না যায় ।

যখন টানা সুতা ছিড়ে যায় তখন টানা সুতার সাথে ঝুলন্ত ড্রপারটি স্লাইডের উপরে পড়ে এবং বাইরের ও ভিতরের উভয় স্লাইড খাজ কাটা থাকার কারণে ভিতরের স্লাইড বা বারের মুভমেন্ট বন্ধ করে দেয়। ফলে ফালক্রাম লিভার রিলিজ ক্যাচ ট্রিপ লিভারকে যুক্ত করে ও লিফটিং ক্যাচের সাথে নক অফ লিভার যুক্ত থাকার কারণে লুম তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়।

লুজ রিড ওয়ার্স প্রোটেক্টর মোশন এর বর্ণনা- 
এই মেকানিজমের মূল নীতি হলো মাকু যখন সেডে আটকা পড়বে তখন বিট আপের সময় মাকুর চাপে রিড থেকে পিছনে স্থানচ্যুত হবে। রিড পিছনের দিকে স্থানচ্যুতির ফলে নক অফ ডিভাইজ কাজ করবে এবং তাঁত বন্ধ হবে। রিডের উপরের অংশ রিড ক্যাপের মধ্যে স্থাপন করা হয় এবং নিচের অংশ রিড কেইজের সাহায্যে রেইস বোর্ডের সাথে খানিকটা দৃঢ়ভাবে আটকানো থাকে। রেইস বোর্ড ও রিড কেসের রিড কাপড়ের গ্রন্থ বরাবর বিস্তৃত থাকে । কয়েকটি ব্রাকেটের সাহায্যে রিড কেইসটি স্লের সাথে দৃঢ়ভাবে আটকানো হয়। রিড কেইসটি স্টপ রঙের সাথে যুক্ত থাকে । স্টপ রডের উপর তাঁতের প্রস্থ অনুসারে ২,৩, বা ৪টি গ্রুপ থাকে। ক্রেস্ট বিমের সাথে ব্রাকেটের সাহায্যে প্রতিটি ফ্রকের সামনে একটি হিটার শক্তভাবে আটকানো আছে। তাঁত স্বাভাবিক চলাকালীন সময়ে তিনটি ডিভাইজের সাহায্যে রিডকে দৃঢ়ভাবে রেইস বোর্ডের সাথে আটাকানো হয় ।

কার্যপ্রণালি- 
স্লে যখন সামনের দিকে অগ্রসর হয় তখন ফ্রগ হিটারের নিচ দিয়ে চলে আসে। ফলে পড়েন সুতাকে উত্তমরূপে বিট আপের জন্য রিড দৃঢ়ভাবে রিড কেসের চাপে রেইস বোর্ডের সাথে লেগে থাকে। প্লে পেছনের দিকে অগ্রসর হলে বউল চ্যাপ্টা বাঁকা স্প্রিং এর উপর চড়ে বসে এবং মাকু এক বক্স থেকে অন্য বক্সে বাওয়ার সময় নির্বিঘ্নে যেতে সক্ষম হয়।

হালকা প্যাচানো স্প্রিং সর্বদা রিড কেসকে চাপের মধ্যে রাখে। স্টপ রড ফিঙ্গার যেহেতু স্টপ রডের সাথে লাগানো আছে কাজেই এই রড ফিঙ্গারের মুখোমুখি থাকা হাতলের সাথে শক্ত করে আটকানো। মাকু যখন টানা সেডের মধ্যে আটকা পড়ে যাবে তখন রিড সামনের দিকে অগ্রসর হলে মাকু রিডকে পিছনের দিকে ধাক্কা দিবে ফলে রিড পিছনের দিকে সরে যাবে ও রিড কেসের মাধ্যমে স্টপ রডকেও পিছনে যেতে বাধ্য করবে। স্টপ রড সব কয়টি ফ্রগকে ধাক্কা দিবে এবং স্টপ রড ফিঙ্গার উপরে উঠবে। ম্লে সামনে দিকে অগ্রসর হওয়ার সময় গ্রুপগুলি প্রতিটি হিটারের উপর চড়ে বসবে এবং স্টপ রড ফিঙ্গার স্টারটিং হ্যান্ডেলকে ধাক্কা দিবে ফলে তাঁত বন্ধ হবে।

ফাস্ট রিড ওয়ার্স প্রোটেক্টর মোশনের বর্ণনা 
ফাস্ট রিড ওয়ার্প প্রোটেক্টর মোশন ভারী কাপড়ের জন্য ব্যবহার হয়। কারণ এটি অনড় রিড নীতিতে কাজ করে । একটি স্টপ রড ম্লে এর নিচে কাজ করে যার দুইটি ফিঙ্গার আছে। প্রতিটি মাকু বক্সের পাশে একটি ফিঙ্গার আছে। এই ফিঙ্গারগুলো নাটের সাহায্যে সুয়েল স্প্রিং এর বিপরীতে লাগানো। মাকু বক্সের প্রতি পার্শ্বে একটি করে স্টপ রড ও দু'টি স্থায়ী ড্যাগার রয়েছে। তাঁতের পাশের ফ্রেমে স্থাপিত স্লাইডিং ফ্রগের মুখোমুখি ড্যাগারটি থাকে। স্লাইডিং ফ্রগ স্টারটিং হ্যান্ডেলের সাথে যুক্ত।

কার্যপ্রণালি- 
মাকু যখন যে কোন এক পাশে প্রবেশ করে তখন সুয়েলকে ধাক্কা দেয় ফলে ড্যাগার সাথে সাথে ফ্রগের উপর উঠে এবং তাঁত চলতে থাকে । যদি কোন কারণে মাকু বক্সে মাকু পৌঁছতে না পারে তখন সুয়েল পর্যাপ্ত পরিমাণে চাপ দিয়ে ড্যাগারকে ফ্রগের উপরে উঠাতে পারবে না। ফলে ড্যাগারের সাথে ফ্রগের ধাক্কা লাগবে এবং ফ্রগ পিছনে সরে এসে স্টার্টিং হ্যান্ডেলকে ধাক্কা দিবে এবং লুম বন্ধ হয়ে যাবে। লুম তৎক্ষণাৎ বন্ধ করার জন্য ব্রেক মোশন কাজ করে। ফলে কাপড়ের কোন ক্ষতি হয় না।

সাইড ওয়েফট ফর্ক মোশনের বর্ণনা- (Side weft fork motion) 
সাইড ওয়েফট কর্ক মোশন প্লে এর এক প্রান্তে থাকে। এটি গ্রিড এর মধ্যে আসা যাওয়া করে । ওয়েফট কর্ক সাপোর্টের এক প্রান্তে ফর্ক ও অপরটি নক অফ লিভারের কাছাকাছি থাকে। একটি গ্রে হাউন্ড টেইল লিভার যার এক প্রাপ্ত বটম শ্যাফটের সাথে সংযুক্ত ক্যামের উপরে স্পর্শ করে থাকে ও অপর প্রান্তে হ্যামার রয়েছে যা কর্কের প্রাপ্ত ক্যাচ করার জন্য প্রস্তুত থাকে।

বটম শ্যাফটের ঘূর্ণনের লিভারটি দুলতে থাকে ও হ্যামারটি সামনে পিছনে চলতে থাকে। যখন কর্ক (Fork) পড়েন সুতা স্পর্শ করে তখন পড়েন সুতার টানে ফর্কটি নিচে চলে যায় ও অপর প্রাপ্ত হ্যামার থেকে মুক্ত থাকে। কিন্তু কোন কারণে পড়েন সুতা অনুপস্থিত থাকলে ফর্কটি গ্রেটের মধ্যে প্রবেশ করে। এবং ফর্কের পেছনের অংশ হ্যামারকে ক্যাচ করে । যেহেতু হ্যামার লিভার দুলতে থাকে কাজেই হ্যামারের টানে ওয়েট ফর্ক সাপোর্ট নক অফ লিভারকে ধাক্কা দেয় ও লুম বন্ধ করে দেয় ।

টেম্পল গতির সংজ্ঞা
কাপড় বুননের সময় পড়েন বরাবরে কাপড় যথেষ্ট পরিমাণে সংকুচিত হয়ে যায়। যে মোশনের সাহায্যে কাপড় বুননের পর প্রয়োজনীয় পরিমাণ বহর ধরে রাখার ব্যবস্থা করা হয় তাকে টেম্পল বলে ।

টেম্পল ব্যবহারের উদ্দেশ্য 
০ কাপড়ের ফেল অফ দি ক্লথে বহর এবং শানার টানা সুতার বহর সমান রাখা। 
০ কাপড়ের টানা ও পড়েনের বুননের কারণে যে পরিমাণ খেপে আসে তা রোধ করা। 
০ বিট আগের কারণে যেন পড়েন সুতা ছিড়ে না যায় তার ব্যবস্থা করা । 
০ মাকু ঝাঁপের ভিতর দিয়ে অতিক্রম করার সময় যেন পাড়ে অতিরিক্ত টান না পড়ে ।

টেম্পলের প্রকারভেদ- 
১. ফুল ওয়াইডথ টেম্পল (Full width temple) 
২. রোলার টেম্পল (Roller temple) 
৩. রিং টেম্পল (Ring temple) 
৪. স্টার টেম্পল (Star temple)

১) ফুল উইডথ টেম্পল (Full width temple) - 
এটি একটি অর্ধ বৃত্তাকার লোহার তৈরি যা কাপড়ের নিচ দিয়ে পুরোপুরি কাপড়ের প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে । এটি ক্লথ ফেল এবং ব্রেস্ট বিম বা ফ্রন্ট রেস্টের মাঝখানে খোলা অংশটির উপরের দিকে স্থাপন করা হয় এবং দুই পাশে দুইটি রোলার টেম্পলের মধ্যে স্থাপন করা হয় যার উপর ক্যাপ (Cap) বল্ট (Bolt) দিয়ে আটকানো থাকে । 

২) রোলার টেম্পল (Roller temple) - 
রোলার টেম্পল লোহার কেইজ এ একটি দণ্ডের (Rod) উপর স্থাপন করা থাকে। এটি কাপড়ের পাড়ের উপরে স্থাপিত হয়ে বিশেষ উদ্দেশ্য সাধন করে থাকে। রড দুইটির দুই প্রাপ্ত কাপড়ের নিচে মাঝামাঝি স্থানে ব্রেস্ট বিম এ বল্টে আটকানো থাকে, রোলার টেম্পল এক জোড়া কিংবা তিনটি করে থাকতে পারে। এই টেম্পলের সারা গায়ে খুব সরু স্টিলের পিন থাকে এবং এই পিনগুলি মোচড়ানো ভাবে সাজানো। টেম্পলের উপরে কেইজ লাগানো থাকে, যা কাপড়ের গুণাগুণের উপর ভিত্তি করে ঠিক করা হয়। 

৩) রিং টেম্পল (Ring temple) - 
এই ধরনের টেম্পল সমান্তরালভাবে সাজানো কতগুলি রিং একটি রোলারের মধ্যে ঘুর্ণায়মান অবস্থায় স্থাপন করে তৈরি করা হয় । প্রতিটি রিং এ এক সারি সরু খাট পিন থাকে, কতগুলি ওয়াসারের দ্বারা রিংগুলি পরস্পর পরস্পরের থেকে আলাদা থাকে, ওয়াসারগুলির এক পাশে সমান এবং অন্য পাশে বক্রাকৃতি থাকে। এটি শুধু কাপড়ের পাড় ব্যাপী বিস্তৃত থাকে । 

৪) স্টার টেম্পল ( Star temple) 
এই ধরনের টেম্পল এক বা দুই ধাতব রিং সমন্বয়ে গঠিত। রিং সমূহ ব্যাসে প্রায় ২" হয়। সমান ঘূর্ণায়মান চাকতিতে টেম্পলের ব্রাকেট স্থাপিত থাকে। এর মধ্যে খুব সরু পিন থাকে যা কাপড়ের পাড়কে সহজেই ধারণ করতে সক্ষম । কোন কোন ক্ষেত্রে জোড়া চাকতি ব্যবহার করা হয়।

Content added By

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 
১. আনুষঙ্গিক গতিসমূহ কী কী ? 
২. টারসিয়ারি মোশন কাকে বলে ? 
৩. ওয়ার্প স্টপ মোশনের সংজ্ঞা দাও । 
৪. টেম্পল গতি কী কাজে ব্যবহার হয় ? 
৫. কয়েকটি টেম্পলের নাম লেখ। 
৬. টেম্পল ও ব্রেক মোশন তাঁতের কোন গতি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় । 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. পাওয়ার লুমে আনুষঙ্গিক গতির প্রয়োজনীয়তা লেখ। 
২. আনুষঙ্গিক গতির শ্রেণি বিভাগ কর। 
৩. টেম্পল ব্যবহারের উদ্দেশ্য লেখ। 
৪. তাঁত চলা অবস্থায় হঠাৎ কোন ক্ষতি হতে তাঁত ও সুতাকে রক্ষা করার জন্য কি করতে আলোচনা কর। 
৫. মাকু যখন সেডে আটকা পড়বে তখন কোন গতি তাঁতকে বন্ধ করবে? 

রচনামূলক প্রশ্ন 
১. টেম্পলের শ্রেণি বিভাগ সহ প্রত্যেক প্রকার বর্ণনা দাও। 
২. চিত্রসহ মেকানিক্যাল ওয়ার্প স্টপ মোশনের বর্ণনা দাও। 
৩. চিত্রসহ সাইড ওয়েফট ফর্ক মোশনের বর্ণনা দাও।

Content added By
Promotion