পাওয়ার লুম

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

আদিম মানব মানবী লজ্জা নিবারণের জন্য গাছের বাকল-পাতা আচ্ছাদন হিসেবে ব্যবহার করত। বহুপূর্বে শুধু লজ্জা নিবারণের জন্য বস্ত্রের প্রয়োজন হলেও কালের বিবর্তন ও সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের রুচি ও সৌন্দর্য বোধের কারণে যুগের সাথে তাল মিলিয়ে শরীরে বিভিন্ন অংশের প্রয়োজনে বস্ত্রের চাহিদা তথা বস্ত্রশিল্পের বিকাশ ঘটে । সভ্যতার প্রথম যুগে যে বস্ত্রগুলি দ্বারা পোশাক তৈরি হত, ক্রমে ক্রমে যে বস্তু গুলোর দেখা দিয়েছে প্রভূত পরিবর্তন, কাজেই বস্ত্রের চাহিদার সাথে মিল রেখে আস্তে আস্তে বিভিন্ন আঁশ অর্থাৎ ফাইবার সনাক্ত ও আবিষ্কৃত হয়েছে। আমাদের বস্ত্র প্রযুক্তিগণ যা বিভিন্ন শ্রেণিতে ভাগ করে বিভিন্ন গুণাগুণের কথা বিবেচনা করে মৌসুম ভিত্তিক পোশাক পরিচ্ছদ তৈরি করছে।

ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রক্রিয়ায় কাপড় তৈরি হয়। যেমন- নিটেড, নন-ওভেন, ওভেন । এই তিনটি প্রক্রিয়ার মধ্যে ওভেন (Woven) কাপড় তৈরির জন্য তাঁতের সাহায্য নেওয়া প্রয়োজন । লুম বিভিন্ন প্রকারের রয়েছে। প্রধানত লুমকে দুই ভাগে ভাগ করা হয়েছ। হস্তচালিত লুম ও শক্তিচালিত লুম। পূর্বে হস্তচালিত লুম এর বিষয়ে আলোচনা করা হয়েছে । এখন শক্তিচালিত অর্থাৎ পাওয়ারলুম সম্বন্ধে আলোচনা করা হলো ।

পাওয়ার লুমের সংজ্ঞা (Definition of Power loom) 
যে সমস্ত লুম কোন যান্ত্রিক বা বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত হয় তাকে পাওয়ার লুম বলে। আমাদের দেশে হস্তচালিত লুমের পাশাপাশি শক্তিচালিত লুমের বেশ প্রচলন রয়েছে। ইন্ডাষ্ট্রিতে অধিকাংশ লুমই শক্তিচালিত। হস্তচালিত লুমের চেয়ে শক্তিচালিত লুমের গতি বেশি। এই গতির পাশাপাশি উৎপাদনও অনেক বেশি ।

শক্তিচালিত তাঁতের বৈশিষ্ট্য (Features of power loom ) 
০ শক্তিচালিত তাঁত সাধারণত লৌহ ও কাষ্ঠ নির্মিত । 
০ শক্তিচালিত তাঁতে গতি অর্থাৎ পড়েন প্রবেশের সংখ্যা অনেক বেশি। 
০ শক্তিচালিত তাঁতের উৎপাদন অনেক বেশি। 
০ প্রাইমারি ও সেকেন্ডারি গতির পাশাপাশি টারসিয়ারি গতি সংযোজিত হয়ে থাকে । 
০ শক্তিচালিত তাঁতে টারসিয়ারি গতি অটোস্টপ মোশন থাকাতে উৎপাদিত কাপড় ত্রুটিমুক্ত হয়। 
০ হস্তচালিত তাঁতের তুলনায় একসংগে ওয়াপ বিমে অনেক টানা সুতা ও ক্লথ বিমে অনেক টানা জড়ানো সম্ভব। 
০ বৈদ্যুতিক শক্তির সাহায্যে তাঁত চালাবার জন্য বৈদ্যুতিক মোটরের প্রয়োজন হয়। 
০ গতি বেশি থাকার কারণে অত্যধিক শব্দ হয় । 
০ অত্যধিক ঘর্ষণ হয়, ফলে খুচরা যন্ত্রাংশ বেশি ক্ষয় হয় । 
০ একজন তাঁতি একসংগে কয়েকটি তাঁত চালনা করতে পারে। 
০ ওয়েলিং (Oiling) ও গ্রিজিং (Greasing) এর প্রয়োজন হয়। 
০ উৎপাদন দক্ষতা হস্তচালিত তাঁতের তুলনায় অনেক বেশি ।

তাঁতের গতিসমূহ (Motions of Loom ) 
প্রতিটি মেশিনেরই নির্দিষ্ট কিছু গতি থাকে। এসব সুনির্দিষ্ট গতির কারণেই উইভিং মেশিনকে অন্যান্য মেশিন থেকে পার্থক্য করা হয় । উইভিং মেশিন বা তাঁতের গতি প্রধানত তিন প্রকার। যথা- 
১। প্রাথমিক গতি (Primary motion ) 
২। মাধ্যমিক গতি (Secondary motion ) 
৩। তৃতীয় পর্যায়ের গতি (Tertiary motion)

১। প্রাথমিক গতি (Primary motion )
প্রাথমিক গতি হলো যে কোন তাঁতের প্রথম ও প্রধান গতি। এটা বুনন কাজের এমন একটি গতি যার অনুপস্থিতিতে কাপড় বোনা সম্ভব নয়। যেমন- 
ক) ঝাঁপ তোলা (Shedding) 
খ) মাকু মাড়া বা ছোড়া (Picking) 
গ) গাঁতি মারা (Beating)

ক) ঝাঁপ তোলা (Shedding) - 
এ গতির সাহায্যে টানা সুতাকে উপরে ও নিচে দুইভাগে ভাগ করে দুইটি স্তর সৃষ্টি করা হয়। যাতে ঐ স্তর দুইটির মধ্য দিয়ে পড়েন সুতা অথবা পড়েন সুভাসহ মাকু চলাচল করতে পারে। টানা সুভার দুইস্তরের মধ্যবর্তী ফাঁককে সেড বলে । সেডিং দুই ধরনের হয়ে থাকে। যেমন- পজেটিভ শেডিং (Positive Shedding) ও নেগেটিভ সেডিং (Negetive Shedding) |

পজেটিভ সেডিং (Positive Shedding) - 
যে সেডিং এর সময় ঝাপগুলো কোন প্রকার অতিরিক্ত ম্যাকানিজমের সাহায্য ছাড়াই উপরে নিচে উঠানামা করে। ভাকে পজিটিভ শেডিং বলে। এ সেডিং-এ টানা সুতা দুইভাগ হয়ে এক ভাগ উপরে ওঠে এবং একভাগ নিচে নামে।

নেগেটিভ সেডিং (Negative Shedding) - 
এ সেডিং এর সময় ঝাঁপগুলো যান্ত্রিক উপায়ে উপরে উঠানো হয় । কিন্তু কিছু অতিরিক্ত ডিভাইজ বা উৎস যেমন- স্প্রিং, ওজন ইত্যাদির সাহায্যে নিচে নামানো হয় তাকে নেগেটিভ সেডিং বলে। এ সেডিং এ টানা সুতা দুইভাগ হয়ে এক ভাগ নিচ হতে উপরে উঠবে বা উপর হতে নিচে নামবে।

খ) মাকু মাড়া বা ছোড়া (Picking)- 
ডিজাইন অনুযায়ী টানা সুতার সাহায্যে সেড তৈরি হওয়ার পর মাকু বা অন্য কিছুর সাহায্যে সেড এর মধ্য দিয়ে ফেলে যাওয়ার পদ্ধতিকে পিকিং (Picking) বলে। পিকিং দুই প্রকার। যথা- পজেটিভ পিকিং (Positive Picking) ও নেগেটিভ পিকিং (Negative Picking)।

পজিটিভ পিকিং (Positive Picking ) - 
পিকিং কার্য সম্পাদনের সময় পিকিং আর্ম বা পিকার যে মেকানিজমের মাধ্যমে সেডের দিকে স্থানান্তরিত হয় যদি একই মেকানিজমের মাধ্যমে পূর্ববস্থায় ফিরে আসে তাকে পজিটিভ পিকিং বলে।

নেগেটিভ পিকিং (Negative Picking)- পিকিং আর্য বা পিকার যে মেকানিজমের মাধ্যমে সেডের দিকে ধাবিত হয় যদি অন্য কোন পদ্ধতি যেমন- স্প্রিং এর সাহায্যে পূর্ববস্থায় ফিরে আসে তাকে নেগেটিভ পিকিং বলে।

গ) গাঁতি মারা (Beating)- 
সেডের মধ্যে পড়েন সুতা ফেলে রাখার সংগে সংগে শানার সাহায্যে ধাক্কা দিয়ে ফেল অব দি ক্লথ এর সাথে মিশিয়ে ফেলাকে গাতি মারা বলে। কাপড় বুননের শেষ প্রান্তকে ফেল অব দি ক্লথ বলে। গাতি মারা দুইপ্রকার। যথা- একবার গাতি মারা (Single beat up) ও দুইবার গাতি মারা (Double beat-up )

একবার গাতি মারা (Single beat up) 
মাকু এক বাক্স থেকে অন্য বাক্সে যাওয়ার পর যদি একবার বিট আপ হয় তবে তাকে একবার গাতি মারা (Single beat up) বলে ।

দুইবার গাতি মারা (Double beat up)- 
মাকু এক বাক্স থেকে অন্য বাক্সে যাওয়ার পর যদি দুইবার বিট আপ হয় তবে তাকে দুইবার গাতি মারা (Double beat up) বলে ।

২। মাধ্যমিক গতি (Secondary motion ) - 
প্রাথমিক গভির পরই গুরুত্বপূর্ণ গতি হলো মাধ্যমিক গতি। ধারাবাহিক ও নিয়মিতভাবে একটি কাপড় তৈরিতে এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ । এই মাধ্যমিক গতি আবার দুইভাগে বিভক্ত। যথা- কাপড় জড়ানো গতি (Take-up motion) ও টানা সুতা জড়ানো গতি (Let-off motion)

কাপড় জড়ানো গতি (Take-up motion ) - 
কাপড় বুননের পর যে গতির সাহায্যে তাঁতের ক্লথ বিম সুষম গতিতে জড়ানো হয় তাকে কাপড় জড়ানো গতি বলে । এ গতি আবার দুই প্রকার। যথা- পজিটিভ কাপড় জড়ানো গতি (Positive take-up motion) নেগেটিভ কাপড় জড়ানো গতি (Negetive take-up motion )

পজিটিভ কাপড় জড়ানো গতি (Positive take-up motion ) - 
যে টেক আপ মোশনের জন্য কাপড়ের প্রতিটি পড়েন সুতার মাঝে একটি নির্দিষ্ট ব্যবধান থাকে এবং প্রতি ইঞ্চিতে পড়েন সংখ্যা সমান হয় তাকে পজিটিভ টেক আপ মোশন বলে। এই মোশন কয়েকটি হুইল ও পিনিয়ন এর সমন্বয়ে গঠিত। এতে টেক আপ রোলার ধনাত্মকভাবে (Positive manner) উপযুক্ত ট্রেইন অফ হুইল (Train of wheels) বা অন্য কোন যান্ত্রিক উপায়ে চালিত হয় যাতে কাপড়ে প্রতি একক দৈর্ঘ্যে নির্দিষ্ট সংখ্যক পড়েন সংখ্যা নিশ্চিত হওয়া যায় ।

সাধারণত পজেটিভ টেক আপ দুই শ্রেণির। যথা- 
ক) ইন্টারমিটেন্ট টেক আপ মোশন (Inermitent take-up motion ) 
খ) কন্টিনিউয়াস টেক আপ মোশন (Continuous take-up motion).

এছাড়াও অন্য প্রকার টেক আপ মোশন যেমন- ভার্নিয়ার টেক আপ মোশন (Vernier take-up motion ) ইত্যাদি ।

৫ ঢাকা, ৬ চাকা, ৭ চাকা বিশিষ্ট টেক আপ মোশন আমাদের পরিচিত। মোটা কাপড়ের জন্য ৫ চাকা, মিহি কাপড়ের জন্য ৭ চাকা বিশিষ্ট মোশন ব্যবহার হয়।

নেগেটিভ কাপড় জড়ানো গতি (Negetive take-up motion ) - এই গতির ফলে শানা কাপড়কে ঢিলা করে দেয়। যখন বিট আপ হয় তখন শানা কাপড়কে ধাক্কা দেওয়ার ফলে কাপড় ঢিলা হয়। এই অবস্থায় ওজন লিভার, পল ও রেচেট হুইল কাপড়কে ক্লথ রোলারে জড়ায়। অধিকাংশ নেগেটিভ টেকআপ মোশনে পরিবর্তনশীল ঢাকার (Change wheel) প্রয়োজন হয় না। যে টেক আপ মোশনে প্রতিটি পড়েন সুতার মধ্যে সাধারণত নির্দিষ্ট ব্যবধান থাকে না এবং প্রতি ইঞ্চিতে পড়েনের সংখ্যা অসমান হয় তাকে নেগেটিভ কাপড় জড়ানো গতি (Negeive take-up motion) বলে। কিছু নেগেটিভ টেক আপ মোশন টানা সুতার টান সহযোগে কাজ করে। পক্ষান্তরে অন্যগুলো লুজ রিডের সাথে কাজ করে। মোটা পাড়ের সুতার ক্ষেত্রে অথবা যেখানে পড়েন সুতার ব্যাস অনিয়মিত অথবা প্রতি একক স্থানে পিক সংখ্যা অসমান এইরূপ ক্ষেত্রে নেগেটিভ টেক আপ মোশন ব্যবহার হয় ।

টানা সুতা জড়ানো গতি (Let off motion)- যে মোশনের সাহায্যে টানা বিম হতে প্রয়োজনীয় সুতাকে একটি নির্দিষ্ট হারে উইভিং এরিয়াতে ছেড়ে দেওয়া হয় এবং যার ফলে টানা সুতা ও কাপড়ের মধ্যে একটি সমটান বজায় রাখা হয় তাকে টানা সুতা জড়ানো গতি বলে । লেট অফ মোশন তিন প্রকার। যথা-

• পজিটিভ লেট অফ মোশন 
• সেমি পজিটিভ লেট অফ মোশন
• নেগেটিভ লেট অফ মোশন

৩। তৃতীয় পর্যায়ের গতি (Tertiary motion)- 
তাঁতের প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের গতি ছাড়াও আরও এক ধরনের গতি দেখা যায় যা তৃতীয় পর্যায়ের গতি নামে পরিচিত। প্রকৃতপক্ষে তৃতীয় পর্যায়ের গতি হলো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের গতির সমন্বিত রূপ। এ গতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- 
* ওয়ার্স স্টপ মোশন, 
* ওয়েফট স্টপ মোশন, 
* ব্রেক মোশন, 
* ওয়ার্স প্রোটেক্টর মোশন, 
* টেম্পল মোশন, 
* ওয়েফট মিক্সিং মোশন ইত্যাদি।

Content added || updated By

অতিসংক্ষিপ্ত প্রশ্ন 
১. পাওয়ার লুমের সংজ্ঞা দাও? 
২. সেডিং বলতে কী বুঝায়? 
৩. পিকিং এর সংজ্ঞা দাও? 
৪. বিটিং কি? 
৫. টেক আপ মোশন বলতে কি বুঝায়? 
৬. লেট অফ মোশন তাঁতের কোন দিকে থাকে? 
৭. প্রধানত তাঁতকে কত ভাগে ভাগ করা হয়, লেখ? 
৮. কোন তাঁতে উৎপাদন সবচেয়ে বেশি? 

সংক্ষিপ্ত প্রশ্ন 
১. শক্তিচালিত তাঁতের বৈশিষ্ট্য লেখ?
২. পাওয়ার লুমের শ্রেণি বিন্যাস কর?
৩. তাঁতের গতি সমূহের শ্রেণি বিন্যাস কর?
৪. টেক আপ মোশনের শ্রেণি বিভাগ উল্লেখ কর?
৫. কয়েকটি টারসিয়ারি মোশনের নাম লেখ?
৬. কি কি প্রক্রিয়ায় কাপড় তৈরি করা হয়? 
৭. তাঁতে ওয়েলিং ও গ্রিজিং করা হয় কেন? 

রচনামূলক প্রশ্ন 
১। তাঁতের গতিসমূহের শ্রেণি বিভাগসহ ব্যাখ্যা কর?
২। টেক আপ মোশন ও লেট অফ মোশনের শ্রেণি বিভাগ কর এবং প্রত্যেক পদ্ধতি সম্বন্ধে আলোচনা কর?

Content added By
Promotion