প্রকৃত উপসেট(Proper subset)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - উচ্চতর গণিত সেট ও ফাংশন | - | NCTB BOOK
36
36

A কে B এর প্রকৃত উপসেট বলা হয় যদি ও কেবল যদি AB এবং AV। অর্থাৎ A এর প্রত্যেক উপাদান B এরও উপাদান এবং B তে অন্তত একটি উপাদান আছে যা A তে নেই। যেমন A = {1, 2}, B = {1, 2, 3} । A, B এর প্রকৃত উপসেট বুঝাতে AB লেখা হয়।

ক) যেকোনো সেট A এর জন্য AA। এর কারণ x ∈ A ⇒ x ∈ A

খ) যেকোনো সেট A এর জন্য A। এর কারণ A না হলে  তে একটি উপাদান আছে যা A তে নাই। কিন্তু ইহা কখনই সত্য নয় কারণ Ø ফাঁকা সেট। অতএব A| উল্লেখ্য ফাঁকা সেট বা যেকোনো সেটের প্রকৃত উপসেট।

Content added By
Promotion