প্রশ্নমালা-৯

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ধাতুর দ্রব্যাদির সংযোজনে ওয়েন্ডারকে সাধারণত কী দেখে কাজ করতে হয়?

২। ওয়েন্ডিং সিম্বল বলতে কী বোঝায়?

৩। মেশিনিং কাজের প্রতীক কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

৪। দশটি ওয়েল্ডিং প্রতীক অঙ্কন করে ঐগুলোর পার্শ্বে ওয়েল্ডিং নাম লেখ ।

৫। ওয়েল্ডিং স্থান দেখিয়ে কীভাবে ওয়েল্ডিং সিম্বল লিখা হয়? ৫টি উদাহরণ দাও ।

৬। M.C.G দিয়ে কী বোঝান হয়?

রচনামূলক প্রশ্ন

৭। জোড়ার প্রস্থচ্ছেদ অঙ্কন করে সেগুলোর পার্শ্বে ওয়েল্ডিং সিম্বল অঙ্কন কর।

৮। ডাবল ‘ইউ” বাট ওয়েল্ড সিম্বল 'জে' বাট ওয়েল্ড সিঙ্গেল বিভেল এবং স্কয়ার বাট ওয়েল্ডিং এর সিম্বল অঙ্কন কর। 

৯। প্লাগ, ডাবল ইউ, ডাবল 'ভি' এবং সিঙ্গেল ইউ েেজাড়ার প্রস্থচ্ছেদ অঙ্কন করে প্রস্থচ্ছেদের পার্শ্বে প্রতীক অঙ্কন কর।

১০। ওয়েল্ডিং জোড়ের সঠিক প্রয়োগে কী কী পদক্ষেপ নিতে হয় উলেখ কর।

১১। ১০টি ওয়েন্ডিং জোড়ের নাম ও প্রতীক অঙ্কন করে দেখাও।

১২। প্রতীক লিডার লাইনের নিচে হয়, তবে ওয়েল্ড কোথায় হবে অঙ্কন করে দেখাও ৷

১৩। প্রতীক লিডার লাইনের উপরে হয়, তবে ওয়েল্ড কোথায় হবে অঙ্কন করে দেখাও।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion