বিন্যাস কি ?

একাদশ- দ্বাদশ শ্রেণি - উচ্চতর গণিত - উচ্চতর গণিত – ১ম পত্র | | NCTB BOOK
20
20

বিন্যাস হলো নির্দিষ্ট কিছু বস্তু বা উপাদানকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানোর পদ্ধতি। যখন কোনো সেটের বস্তুর ক্রমানুসারে সাজানো হয়, তখন সেটি বিন্যাস নামে পরিচিত।

উদাহরণ:

ধরা যাক, A,BA, B এবং CC তিনটি বস্তুকে কতভাবে সাজানো যায়। এখানে সম্ভাব্য সব বিন্যাসগুলো হবে ABC,ACB,BAC,BCA,CAB,CBAABC, ACB, BAC, BCA, CAB, CBA, অর্থাৎ মোট ৬টি।

Promotion