বিভিন্ন পেশা

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - NCTB BOOK

বিভিন্ন পেশা

১ যাঁরা উৎপাদন করেন

ক) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি-

কৃষক, জেলে ও খামারি সকলেই নানা জিনিস উৎপাদন করেন। তাঁরা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটান এবং অর্থ উপার্জন করেন। এ কাজগুলোই তাঁদের পেশা। এ পেশার নাম কৃষিকাজ। কৃষক, জেলে ও খামারি সকলেই কৃষি পেশার ভিন্ন ভিন্ন পেশাজীবী।

খ) নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি-

কাজের নামপেশাজীবীর নাম
পুকুরে ও নদীতে মাছ ধরাজেলে
জমিতে সার দেয়া 
ডিম উৎপাদন করা 
ধান, পাট, সবজি ইত্যাদি উৎপাদন করা 
পুকুরে মাছের খাবার দেয়া 
খামারে মুরগি পালন করা 

গ) নিচের চার্টে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম, তাঁদের কাজ ও উৎপাদিত পণ্যের নাম মিল করি-

 ২ যাঁরা তৈরি করেন

ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি-

প্রশ্ন১নং ছবি২নং ছবি৩নং ছবি৪নং ছবি
ছবির লোকগুলো কী করছেন?    
তাঁদের কী বলা হয়?    

কাঠমিস্ত্রি, তাঁতি, কুমোর ও দর্জি নানা জিনিস তৈরি করেন। তাঁরা তৈরি জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করেন। এ কাজগুলোই তাঁদের পেশা।

খ) নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি-

কাজের নামপেশাজীবীর নাম
কাপড় সেলাই করাদর্জি
মাটি দিয়ে খেলনা তৈরি করা 
কাঠ দিয়ে চেয়ার, টেবিল ইত্যাদি তৈরি করা 
সুতা দিয়ে শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি তৈরি করা 
মাটি দিয়ে ফুলদানি তৈরি করা 
কাঠ খোদাই করে নকশা করা 

৩ যাঁরা সেবা দেন

৩নং ছবি                                                                                                                                         ৪নং ছবি

ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি-

প্রশ্ন১নং ছবি২নং ছবি৩নং ছবি৪নং ছবি
ছবির লোকগুলো কী করছেন?    
তাঁদের কী বলা হয়?    

শিক্ষক, ডাক্তার, নার্স, চালক ও দোকানদার মানুষকে সেবা দেন। তাঁরা মানুষকে সেবা দানের মাধ্যমে অর্থ উপার্জন করেন। এটাই তাঁদের পেশা।

খ) নিচের ছকের কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি-

কাজের নামপেশাজীবীর নাম
শ্রেণিকক্ষে পাঠ দানশিক্ষক
মুদি দোকানে পণ্য বিক্রয় করা 
যাত্রী পরিবহণ করা 
চিকিৎসা করা 
যাতায়াতে সহায়তা করা 
চিকিৎসকের কাজে সহায়তা করা 
Content added By

আরও দেখুন...

Promotion

Promotion