বিভিন্ন পেশা
১ যাঁরা উৎপাদন করেন
ক) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি-
কৃষক, জেলে ও খামারি সকলেই নানা জিনিস উৎপাদন করেন। তাঁরা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটান এবং অর্থ উপার্জন করেন। এ কাজগুলোই তাঁদের পেশা। এ পেশার নাম কৃষিকাজ। কৃষক, জেলে ও খামারি সকলেই কৃষি পেশার ভিন্ন ভিন্ন পেশাজীবী।
খ) নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি-
কাজের নাম | পেশাজীবীর নাম |
পুকুরে ও নদীতে মাছ ধরা | জেলে |
জমিতে সার দেয়া | |
ডিম উৎপাদন করা | |
ধান, পাট, সবজি ইত্যাদি উৎপাদন করা | |
পুকুরে মাছের খাবার দেয়া | |
খামারে মুরগি পালন করা |
গ) নিচের চার্টে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম, তাঁদের কাজ ও উৎপাদিত পণ্যের নাম মিল করি-