প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামালঃ ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, ট্রায়েগুলার স্কেল, কম্পাস, সেট স্কয়ার, স্কচ টেপ।
অঙ্কন প্রণালীঃ :
- নিম্নের চিত্রানুরূপ বিভিন্ন প্রকার লিন্টেল-এর সেকশনসমূহ খুব হালকা করে এঁকে নিতে হবে।
- এবার চিত্রের মত প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অক্ষরসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরাবর থাকবে।
- সবশেষে খুব হালকা করে সেকশনের ইটের দেয়ালে, কংক্রিটের, মাটি, ক্লোর ইত্যাদির হ্যাচ করতে হবে।
Content added || updated By
Read more