ব্যাংক বিবরণীর উদবৃত্ব ও নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্বের মাঝে গরমিলের কারণ

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - হিসাববিজ্ঞান - নগদান বই | NCTB BOOK
  • আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে আদায় না হলে এই দুই উদ্বৃত্তে গরমিল হয়।
  • দেনা পরিশোধ বাবদ চেক প্রদানের পর তা যথাসময়ে ব্যাংকে উপস্থাপিত না হলে গরমিল পরিলক্ষিত হয়।
  • ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে কোন খরচ পরিশোধ এবং আয় আদায় করে আমানতকারীকে না জানালে গরমিল দেখা দেয় ।
Content added || updated By
Promotion