মুক্তিযুদ্ধে রাজারবাগ

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - NCTB BOOK

ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোটো মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে।

এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোটো ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল।

পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। এখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয়কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার। সেখানে বসে বই পড়া যায়।

সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার। আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল।

মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারাদেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল।

মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামানসহ ভারী অস্ত্র। আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহিদ হন।

মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

শব্দ শিখি

বীরত্ব - সাহসিকতা

পরিপাটি - সুন্দর করে সাজানো

গ্যালারি - প্রদর্শন স্থান

বেতারযন্ত্র - বিনা তারে খবর পাঠানোর যন্ত্র

পাগলা ঘণ্টা - সতর্ক করার ঘণ্টা

কামান - গোলা নিক্ষেপ করার অস্ত্র

প্রতিরোধ - বাধা

অসীম - সীমাহীন

গর্ব - গৌরব

বাক্য লিখি 

মুক্তিযুদ্ধ  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

জাদুঘর  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

অবদান  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

অস্ত্র  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

লড়াই . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি

ঢাকার রাজারবাগে আছে পুলিশ. . . . . . . . . . . . . . . . . জাদুঘর।

পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব . . . . . . . . . . . . . . . . .করে সাজানো।

জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত . . . . . . . . . . . . . . . . .ও বিভিন্ন জিনিসপত্র।

পুলিশ সদস্যদের কাছে ছিল. . . . . . . . . . . . . . . . . অস্ত্র।

বুঝে নেই

স্মৃতিময় - মনে রাখার মতো বিষয়।

পাঠাগার - যেখানে পড়ার জন্য বই রাখা হয়।

গ্যালারি - শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ।

আত্মত্যাগ - নিজের সবকিছু ত্যাগ।

উত্তর বলি ও লিখি 

রাজারবাগ পুলিশ লাইন কীসের স্মৃতি বহন করে? 

জাদুঘরে ঢুকতেই প্রথমে কী চোখে পড়ে? 

কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে?

বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই

বাম পাশ
মুক্তি
রাজার
পাঠ
সেনা
আত্ম
ডান পাশ
আগার
যুদ্ধ
বাগ
ত্যাগ
বাহিনী

রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে কী কী দেখল তা বলি

Content added By

আরও দেখুন...

Promotion