আরিফ তার পিতা-মাতার সাথে শহরে থাকে। তাদের পিতা-মাতা উভয়ই চাকুরিজীবী। শহরের পরিবেশে আরিফ তার প্রতিবেশি, বিদ্যালয় ও সহপাঠীর সহযোগিতায় ক্রমেই সামাজিক হয়ে উঠছে। অপরদিকে তার চাচাতো ভাই শরিফ গ্রামে থাকে। সেখানে সে মা-বাবা, দাদা-দাদি ও চাচাদের সাথে বসবাস করছে। তাদের চিন্তা-চেতনা, দৃষ্টিভঙ্গি ও সামাজিক আদর্শেই সে বেড়ে উঠছে।