আলম সাহেব এক ইসলামি জলসায় গেলেন। সেখানে গিয়ে শোনেন যে, প্রথম বক্তা বলেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো বিবেক-বুদ্ধি ও জ্ঞানের। যদি মানুষ বিবেক-বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত না করে তবে সে চতুষ্পদ জন্তু বা তার চেয়েও অধম। জলসায় দ্বিতীয় বক্তা বলেন, মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে ইলম অর্জন বা জ্ঞানচর্চা অপরিহার্য।