On This Page
এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

বোল্ট হেড এবং নাটের নিচে ওয়াসার ব্যবহার করা হয়। খন্ড খন্ড বস্তুকে অস্থায়ীভাবে জোড়া দিতে বোল্ট ও নাটের সাথে ওয়াসার ব্যবহার করে ফ্যাসেনিং এরিয়া বাড়ানো যায় ।

বাজারে বেশ কয়েক ধরনের ওয়াসার পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- 

১) প্লেইন ওয়াসার, 

২) ট্যাপার ওয়াসার এবং 

৩) স্প্লিট ওয়াসার বা স্প্রিং ওয়াসার।

 

বোল্ট এবং স্ক্রু (Bolt and Screw ) :

সাধারণভাবে বোল্ট এবং স্ক্রুর  মধ্যে তেমন কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় না যা সর্বজন স্বীকৃত। তদুপুরি বোল্ট এবং স্ক্রুর  মধ্যে যে সকল তফাৎ দেখা যায় তা নিচে উল্লেখ করা হলো-  

১। বোস্ট এক প্রকার আঁকড়ে ধরার বস্তু যার পারে প্লেড করা থাকে। বোল্টকে দুই বা ততোধিক খন্ডাংশের ছিদ্রের ভিতর ঢুকিয়ে বোল্ট হেডের অপর প্রান্তে নাট লাগিয়ে লুজ বা টাইট দেয়া যায়। 

২। স্ক্রু  আঁকড়ে ধরার বস্তু। এর পায়ে থ্রেড করা থাকে। সংযোজনের উদ্দেশ্য দুই বা ততোধিক খণ্ডাংশ পাশাপাশি রেখে স্ক্রুর  মাথা ঘুরালে বস্তুর ছিদ্রের মধ্যে গ্রেড করে ঢুকে যায় বা পূর্বে করা থ্রেডের মধ্যে অগ্রসর হয়ে খন্ডাংশগুলোকে আঁকড়ে ধরে।

 

Content added By

Promotion

Promotion