মৃত্যুর পর সব মানুষকেই কিসের জন্য যীশুর সামনে হাজির হতে হবে?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

শূন্যস্থান পূরণ কর

ক) আমাদের নিয়ে ঈশ্বরের একটা ___ আছে।

খ) তাঁর পুত্র যীশু খ্রিষ্ট হলেন আমাদের সামনে তাঁর ___ পথ।

গ) ঈশ্বর সারা পৃথিবীর সকল মানুষ ও ___ বিচার করেন।

ঘ) শেষ বিচারের দিনে মানবপুত্র অর্থাৎ ___ সকল মানুষকে দুই ভাগে ভাগ করেন।

ঙ) দিনে অন্তত একবার পবিত্র ___ থেকে একটু অংশ পাঠ করা।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর

ক) যারা শাস্তি পাবার যোগ্যক) পাঠাবেন নরকে।
খ) যারা দীনদুঃখী অবহেলিত মানুষদেরকে সেবা করে নিখ) আমাদের হাজির হতেই হবে।
গ) বামদিকের মানুষদেরকে তিনি তিরস্কার করেন ওগ) সূর্যের মতোই দীপ্তিমান হয়েই উঠবে।
ঘ) আমরা চাই বা না চাই শেষ বিচারেঘ) প্রস্তুত হতে পারবে।
ঙ) সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যেঙ) তাদেরকে শাস্তি দেবেন।
 চ) তাদেরকে তুলনা করা হয়েছে ছাগদের সাথে।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) পরিবারের সবাইকে নিয়ে কী করতে পারি 

খ) সবসময় ভালো থাকার জন্য কী করবে? ? 

গ) মথি লিখিত মঙ্গলসমাচারে মানুষকে কিসের সাথে তুলনা করা হয়েছে? 

ঘ) শেষ বিচার সম্পর্কে সাধু পিতরের ধর্মগ্রন্থে কী বলা হয়েছে?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) শেষ বিচারের জন্য কী কী উপায়ে প্রস্তুতি নেওয়া যায় তা উল্লেখ কর । 

খ) কীভাবে শেষ বিচারের মানদণ্ড নিরূপণ করা হবে।

Content added || updated By
Promotion