সেলিম সাহেব একজন ধনী কিন্তু স্বল্প শিক্ষিত ব্যক্তি। তিনি প্রায় আয়কর প্রদান করেন না। এছাড়া তিনি নিয়মিত পৌরকর এমনকি পানি, বিদ্যুৎ ও গ্যাস বিলও যথাসময়ে পরিশোধ করেন না। তিনি স্থানী ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে ভোটদান করেন না। তিনি তার নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ না থাকার কারণে দেশাত্মবোধে উজ্জীবিত হন না।
সেলিম সাহেবের কোন বিষয়য়ের জ্ঞানের অভাব রয়েছে?